সাফল্যের মধ্য দিয়েই গত মরসুম শেষ করার পরিকল্পনা ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের(Mohammedan SC)। কিন্তু সেটা সম্ভব হয়নি। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের প্রথম দিকে প্রভাবশালী ফুটবলের মধ্য দিয়ে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ভালো ফুটবল খেলে প্রথম দুইটি ম্যাচে সমর্থকদের মন জয় করেছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। এমনকি তৃতীয় ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে জয় ও সুনিশ্চিত করেছিল সাদা-কালো শিবির। যার ফলে প্রথম সিজন থেকেই সুপার সিক্সে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা।
কিন্তু সময় যত এগিয়েছিল ততই ব্যাকফুটে যেতে শুরু করেছিল মহামেডান দল। একটা সময় পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকলেও সেটা ধরে রাখা সম্ভব হয়নি। টুর্নামেন্টের ম্যাচ যত এগিয়ে ছিল ঠিক ততই পিছিয়ে যেতে শুরু করেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। শেষ পর্যন্ত লিগ টেবিলের একেবারে তলানিতে থেকেই ইন্ডিয়ান সুপার লিগ শেষ করেছিল রেড রোডের এই ফুটবল ক্লাব। আসলে ফুটবলারদের চোট সমস্যার পাশাপাশি নানাবিধ বিষয় যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। তবুও সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল দল।
কিন্তু ছিটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। অনায়াসেই তাঁদের পরাজিত করেছিল হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড। যারফলে কার্যত খালি হাতেই শেষ হয়েছিল গত সিজন। তবে সমস্ত কিছু ভুলে নতুন মরসুমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছিল মহামেডান। তবে সমস্যা যেন কিছুতেই কিছু ছাড়ছে না তাঁদের। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে, আসন্ন ফুটবল সিজনে সাদা-কালো ছেড়ে অন্যত্র যোগদান করতে চলেছেন দলের একাধিক ফুটবলার। যার মধ্যে গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল অ্যালেক্সিস গোমেজ এবং কার্লোস ফ্রাঙ্কার নাম।
বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, মহামেডান স্পোর্টিং ক্লাবকে বিদায় জানিয়ে এবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব পারসিজাপ জেপারায় যোগ দিতে চলেছেন ফ্রাঙ্কা। গত বছর সাদা-কালো দলের জার্সিতে খেলেছিলেন প্রায় ২৪টি ম্যাচ। যার মধ্যে ১টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট ছিল এই ব্রাজিলিয়ান ফুটবলারের। গত মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল আইএসএলের এই ফুটবল ক্লাবের। কিন্তু এবার হয়তো বিদেশের ক্লাবেই যোগদান করবেন তিনি।