আইলিগ সেশনে মহামেডান স্পোর্টিংয়ের স্কোয়াড ঘোষণা

Mohammedan SC

বুধবার সন্ধ্যেতে আইলিগ ২০২২-২৩ মরসুমে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) দল ঘোষিত হয়েছে। ২৬ জনের স্কোয়াডে কোচ আন্দ্রে চেরনশিভ এবং সহকারী কোচ জোসেফ নায়েক,গোলকিপিং কোচ সন্দীপ নন্দী আর টিম ম্যানেজার প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

Advertisements

২৬ জনের সাদা কালো ব্রিগেডে অনূর্ধ্ব ২২ খেলোয়াড় দীপু হালদার এবং রিজ ডেমেলো।বিদেশী খেলোয়াড়দের তালিকাতে মার্কাস জোসেফকে অধিনায়ক রেখে দাউদা,নিকোলা, নুরুদ্দিন,ওসমানে এবং সাহির সাহেন।

   

Mohammedan SC squad

Advertisements

ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ জয় করেছে মহামেডান স্পোটিং ক্লাব,যা দেশ স্বাধীন হওয়ার পর একটা রেকর্ড। দুরন্ত ফর্মে রয়েছে ব্ল্যাক প্যাহ্নর্সরা। এর পাশাপাশি, আসন্ন আইলিগ টুর্নামেন্ট মহামেডান এসসির কাছে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) খেলার সুবর্ণ সুযোগের একটা সম্ভাবনা হতে পারে।কারণ ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) সিদ্ধান্ত নিয়েছে যে,আইলিগ চ্যাম্পিয়ন দল ISL টুর্নামেন্ট খেলতে পারবে। ফলে মহামেডান টিমের কাছে এটা একটা দারুণ সুযোগ,কাজে লাগাতে পারলে কলকাতার তিন নম্বর টিম হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি মহামেডান স্পোটিং ক্লাবকেও ISL খেলতে দেখা যেতে পারে।

প্রসঙ্গত,ইতিমধ্যেই মহামেডান স্পোটিং ক্লাব আইলিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে।আইলিগে মহামেডানের প্রথম খেলা ১২ নভেম্বর প্রতিপক্ষ আইলিগের গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি,এই ম্যাচ হবে কেরালাতে বিকেল ৪.৩০ মিনিটে।