২২ জুলাই কলকাতা ফুটবল লিগ ২০২৫ (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) ও ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। খেলা শুরু দুপুর ৩ টেয় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। ঘরোয়া লিগের চলতি মরসুমে দুর্বল শুরুর পর এই ম্যাচ সাদা-কালো জায়ান্টদের কাছে ঘুরে দাঁড়ানোর এক বড় সুযোগ।
শেষ ম্যাচে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-২ গোলে হারের পর বেশ চাপে রয়েছে মেহরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা। চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে তারা। ফলে লিগ টেবিলের বেশ তলানিতে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে হারের হতাশা ভুলে দলের এখন একটাই লক্ষ্য। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া। তাই কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর অধীনে তরুণ দল পরিশ্রমে কোনো খামতি রাখছে না।
প্রতিদিনের অনুশীলনে নজর দেওয়া হয়েছে দলগত রক্ষণে, মাঝমাঠে পাসিং ও আক্রমণে ধার বাড়ানোর উপর। খেলোয়াড়রা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও সংগঠিত ফুটবল খেলার দিকে মনোযোগী। কোচ ওয়াডু বলেন, “তরুণ দলের পক্ষে ভুল হতেই পারে। কিন্তু আমরা সেগুলি চিহ্নিত করে কাজ করছি। খেলোয়াড়দের মধ্যে জয়ের খিদে আছে, সেটাই বড় শক্তি।”
ডায়মন্ড হারবার এফসি তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ দল। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণে গড়া দল চলতি লিগে বেশ ভালো পারফরম্যান্স করেছে। তাদের আক্রমণভাগ বিশেষত গোলের সামনে কার্যকর। মহামেডানের রক্ষণকে সতর্ক থাকতে হবে। তবে নৈহাটির মাঠে খেলার সুবিধা এবং সমর্থকদের উপস্থিতি মহামেডানকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিবারের মতো এবারও মহামেডান সমর্থকরা স্ট্যান্ড ভরিয়ে দেবেন বলে আশা করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই ম্যাচে তিন পয়েন্ট না পেলে লিগের বাকি পথ আরও কঠিন হয়ে পড়বে। তাই সমর্থকদের প্রত্যাশা দল যেন আগ্রাসী ও সংঘবদ্ধ ফুটবল খেলে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে পারে। তাই ক্লাবের সামনে এখন আর কোনো বিকল্প নেই। জিততেই হবে। তিন ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করার পর কালকের ম্যাচে পুরো তিন পয়েন্ট তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে এই ম্যাচ শুধু পয়েন্ট সংগ্রহেরই নয়, আত্মবিশ্বাস ফেরানোরও মঞ্চ।
Mohammedan SC set to dace Diamond Harbour FC in CFL 2025 clash.