Mohammedan SC: জয়ের হ্যাট্রিক, সাদা-কালো ঝড়ে উড়ে গেল পাঠচক্র

আবার এল জয়। এই নিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে টানা তিন ম্যাচে জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গত দুই ম্যাচে ক্যালকাটা এফসি ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল দল।

Mohammedan SC

আবার এল জয়। এই নিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে টানা তিন ম্যাচে জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গত দুই ম্যাচে ক্যালকাটা এফসি ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল দল। আজ ও বজায় থাকল সেই ধারা। আজকের ম্যাচে পাঠচক্রকে হারিয়ে হ্যাট্রিক সম্পন্ন করল মেহরাজউদ্দিন ওয়াডুর সাদা-কালো ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ৪-০ গোল। দলের হয়ে গোল করেন যথাক্রমে ডেভিড , বিকাশ সিং, ব্যারেটো ও সুজিত সিং। আজকের এই জয়ের ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে রেড রোডের এই ক্লাব।

গত দুই ম্যাচে জয় আসার দরুন আজ শুরু থেকেই ব্যাপক আত্মবিশ্বাসী ছিল সাদা-কালো দল। যারফলে, ম্যাচের ঠিক ২৬ মিনিটের মাথায় প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে প্রথম গোলটি করে যান ডেভিড। এতে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় কলকাতার এই প্রধান। তারপর দুই পক্ষের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও শেষ পর্যন্ত তা ফিনিশ করা সম্ভব হয়নি কারোর পক্ষে। তাই প্রথমার্ধের শেষে ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে মহমেডান স্পোর্টিং ক্লাব।

   

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ঠিক ৬১ মিনিটের মাথায় দলের তারকা ফুটবলার ব্যারেটোর পাস থেকে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন বিকাশ সিং। এতে ফলাফল গিয়ে দাঁড়ায় ২-০ গোল। এই পরিস্থিতিতে পাঠচক্র দলের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও শেষ পর্যন্ত সাদা-কালো দলের অভেদ্য ডিফেন্সের সামনে মাথা নোয়াতে হয় দলের ফুটবলারদের। তবে ম্যাচের ঠিক ৮৪ মিনিটের মাথায় গোল করে দিয়ে যান ব্যারেটো। তারপর অন্তিম লগ্নে সামাদের অনবদ্য মাইনাস কে কাজে লাগিয়ে সেটিকে গোলে রূপান্তরিত করেন সুজিত সিং।