চার্চিলের বিপক্ষে পিছিয়ে থেকেও জয়, খেতাব জয়ের আরও কাছে Mohammedan SC

জয়ের ছন্দ এবারও বজায় থাকল সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নৈহাটি স্টেডিয়ামে গোয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হয়েছিল…

Mohammedan SC

জয়ের ছন্দ এবারও বজায় থাকল সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নৈহাটি স্টেডিয়ামে গোয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তবে প্রথমদিকেই পিছিয়ে পড়তে হয়েছিল তাদের। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আসে জয়।

সম্পূর্ণ সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-২ গোল। এদিন সাদা-কালো জার্সিতে জোড়া গোল পান এডি। একটি মাত্র গোল করেন রেমসাঙ্গা। অন্যদিকে, চার্চিল ব্রাদার্সের হয়ে গোল করেন স্ট্যান্ডলি, এবং পেনাল্টি থেকে একটি গোল করেন চেভস। আজকের এই জয়ের দরুন আই লিগ জয়ের অনেকটাই কাছে চলে গেল ব্ল্যাক প্যান্থার্সরা।

উল্লেখ্য, আজ খেলা শুরু হওয়ার ঠিক মিনিট দশকের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন স্ট্যান্ডলি। যারফলে, ঘরের মাঠে বেশ কিছুটা চাপে পড়ে যায় চেরনিশভের ছেলেরা। তবে প্রতি আক্রমণে উঠে আসতে ছাড়েনি ডেভিডরা। সময়ের সাথে সাথে আক্রমণের ঝড় তুলতে থাকে মহামেডান। যারফলে, ঠিক ২৮ মিনিটের মাথায় এডির গোলে সমতায় ফিরে আসে কলকাতা ময়দানের এই প্রধান।

Advertisements

তবে সেখানেই শেষ নয়। সেই গোলের মাত্র মিনিট চারেক পরেই ফের বল জালে জড়িয়ে দেন এডি। প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল দল। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টা চাপ বাড়াতে শুরু করে গোয়ার এই ফুটবল দল। সেক্ষেত্রে, কিছুটা হলেও চাপে পড়ে যেতে হয় মহামেডান রক্ষণভাগকে। সুযোগ বুঝে পেনাল্টি আদায় করে নেয় চার্চিল। দলকে সমতায় ফেরান চেভস।

তারপর থেকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসল অ্যালেক্সিসরা। রেমসাঙ্গার গোলে বদলে যায় গোটা পরিস্থিতি। সেই এক গোলের ব্যবধানেই আসে জয়। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট আসল মহামেডানের ঝুলিতে। বাকিদের থেকে প্রায় ৮ পয়েন্টে এগিয়ে সাদা-কালো ব্রিগেড।