২৬ সেপ্টেম্বর অ্য়াওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) ০-১ গোলে জয় পেয়েছিল মহামেডান এসসি (Mohammedan SC)। এরপর এগারো ম্যাচে জয়ের মুখ দেখেনি আন্দ্রে চেরনিশভের ছাত্ররা। তারপর বেঙ্গালুরুর ঘরের মাঠে তাদেরকে পরাজিত করে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে তারা। এরই মধ্যে আইএসএলে (ISL) আজ লিগের পর্বে নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামছে সাদা-কালো ব্রিগেড।
যদিও বেঙ্গালুরু ম্যাচের আগে শক্তিশালী ওডিশা এফসি (Odisha FC) এবং নর্থ ইস্টটেড এফসির (NorthEast United FC) বিরুদ্ধে ড্র করে কিছুটা স্বস্তি পেয়েছিল আইএসএলের এই নব নিযুক্ত দল। বর্তমানে ১৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে রয়েছে। অন্যদিকে চেন্নাইয়িন এফসি সমান সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট দশম স্থানে রয়েছে। তাই এদিনের ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখার বার্তা দিয়েছেন চেন্নাই কোচ ওয়েন কোয়েল।
এই ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যে রুশ কোচ আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) বাছাই করা প্রথম একাদশ :
চেন্নাইয়িন এফসির প্রথম একাদশ :
Team news for our clash against Mohammedan SC 🔵
Elsinho is back in the starting XI, and Jitendra returns to midfield. 💪💙#AllInForChennaiyin #MSCCFC | @Melbat_official pic.twitter.com/htsTx3WpIB
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) January 15, 2025