HomeSports NewsMohammedan SC: বিকাশ সিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা মহামেডানের

Mohammedan SC: বিকাশ সিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা মহামেডানের

- Advertisement -

আইলিগ জয় নিয়ে এখনো মাতোয়ারা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সমর্থকরা। শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফ্যানস ক্লাব গুলির তরফ থেকে আয়োজিত হয়েছে একাধিক অনুষ্ঠান। এমনকি ট্রফি জয়ের সেলিব্রেশনের মুডে দেখা গিয়েছে দলের ফুটবলারদের। বহু অপেক্ষার পর এবার এসেছে সাফল্য। আগামী মরশুম থেকে নতুন অধ্যায়।

ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করবে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। সেইমতো দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। যেখানে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা গিয়েছে। অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে হার্নান্দেজের মত ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনা অনেকটাই বেশি।

   

তবে বাদ যায়নি ভারতীয় ফুটবলাররা। এবার দাপুটে ফুটবলার বিকাশ সিংয়ের সঙ্গে স্থায়ী চুক্তি করার পরিকল্পনার করেছে মহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, এই ফুটবল সিজন শুরু হওয়ার আগে আইএসএলের অন্যতম শক্তিশালী দল কেরালা ব্লাস্টার্সের থেকে লোনে আইলিগ খেলতে এসেছিলেন বছর তেইশের এই ফুটবলার।

এবারের এই মরশুমে যথেষ্ট প্রশংসনীয় পারফরম্যান্স থেকেছে এই লেফট উইঙ্গারের। ২২ টি অ্যাপিয়ারেন্সের সাথে দুইটি গোল এবং তিনটি অ্যাসিস্ট ছিল বিকাশের। সেজন্য সবদিক ভাবনা চিন্তা করেই তার সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে সাদা-কালো ব্রিগেড।

সব ঠিকঠাক থাকলে আগামী সিজেনেও সাদা-কালো জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ভারতীয় ফুটবলারকে। হিসেব মতো আগামী মাসের শেষ পর্যন্ত মহামেডান স্পোটিং ক্লাবের সঙ্গে যুক্ত তিনি। এরপর আবারো ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে যোগ দেওয়ার কথা, কিন্তু তার আগেই চমক দিতে চায় রেড রোডের এই ফুটবল ক্লাব।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular