I League : নতুন মরশুমের আগে ফের হাওয়া গরম করলেন বঙ্গ তনয়

I League : দলবদলের বাজারে ফের আলোচনায় কলকাতায় ফৈজল আলি। মহামেডানের (Mohammedan SC) এই ফুটবলারকে আগামী মরশুমে দেখা যেতে পারে নতুন ক্লাবে। তার আগে ফের গোল করেছেন তিনি।

শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল শ্রীনিডি ডেকানের বিরুদ্ধে। ২-২ স্কোরলাইনে অমীমাংসিত থেকেছে ম্যাচ। একটি গোল করেছেন সাদা কালো শিবিরের বঙ্গ তনয়। এর আগেও তিনি গোল করেছিলেন।

   

সম্প্রতি ধারাবাহিকতা দেখাতে পারছে না মহামেডান স্পোর্টিং ক্লাব। এক নম্বরে ওঠার জন্য লড়াই চালালেও আপাতত বেড়েছে পয়েন্টের ব্যবধান। আই লিগ খেতাব জয়ের প্রবল দাবিদার হয়ে উঠেছে গোকুলাম কেরালা।

দলের সময় খুব একটা ভালো না গেলেও আলির সময়টা মন্দ যাচ্ছে না। ভারতীয় ফুটবল আঙিনায় আগে তাঁর স্কিল নজর কেড়েছিল অনেকের। আগামী মরশুমের আগে তিনি গোল করায় বাড়ছে প্রত্যাশার পারদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন