আই লিগ সেরা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বিগত কয়েক মরসুমের প্রচেষ্টার সুফল পেয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল। আপাতত উৎসবের আমেজ। সেই সঙ্গে থাকছে নতুন মরসুমের দল গঠনের ভাবনা।
মহামেডান স্পোর্টিং ক্লাবের উত্থানের অন্যতম কারণ David Lalhlansanga। মরসুমের শুরু থেকে আগুনে ফর্মে ছিলেন মণিপুরের এই স্ট্রাইকার। কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। সুযোগ পেয়ে আই লিগেও করেছেন গোল। নতুন মরসুমে ডেভিড মহামেডান স্পোর্টিং ক্লাবে না-ও থাকতে পারেন। ডেভিড থাকবেন না এটা ধরে নিয়েই শুরু হয়েছে সাদা কালো ব্রিগেডের দল গঠন সংক্রান্ত আলোচনা বা জল্পনা।
এবারের আই লিগে একাধিক ফুটবলার নজর কেড়েছেন। বলা বাহুল্য গোলের সামনে বিদেশি ফুটবলাররাই গোল করেছেন বেশি। লিগের টপ গোল স্কোরার এখন রাজস্থান ইউনাইটেডের রিচার্ডসন ডেনজেল (১৬ গোল)। মহামেডান স্পোর্টিং ক্লাবের এডি গ্যাব্রিয়েল করেছেন ১৩ গোল। বিদেশি ফুটবলারদের ভিড়েও এক তরুণ ভারতীয় ফরোয়ার্ড নজর কেড়েছেন। তিনি Lalrinzuala। ১৫ গোল করে চলতি আই লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন তিনি।
মহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগের অন্যতম চালিকা শক্তি David Lalhlansanga। তিনি না থাকলে উপযুক্ত বদলি ফুটবলার খুঁজতে হবে ক্লাবকে। খোঁজার কাজ হয়তো ইতিমধ্যে শুরু হয়েও গিয়েছে। এই মুহুর্তে ডেভিডের জায়গায় লালরিনজুয়ালা ছাড়া দ্বিতীয় কোনও ভারতীয়র নাম সে ভাবে উঠে আসছে না।
ময়দানে চলা জল্পনা অনুযায়ী, Lalrinzuala-কে দলে নেওয়ার ব্যাপারে মহেমেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা আগ্রহী। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। লালরিনজুয়ালাকে দলে নেওয়ার ব্যাপারে অন্য ক্লাবের আগ্রহ রয়েছে বলেও শোনা যাচ্ছে। তরুণ এই ফরোয়ার্ডকে যে দলই সই করাক না কেন, আইজল এফসিকে দিতে হবে ট্রান্সফার ফি।