Mohammedan SC : কলকাতায় ব্রাত্য বাঙালি নিজেকে উজাড় করে দিতে পারেন মহামেডানের বিরুদ্ধে

বুধবার বিকেল ৫ টা নাগাদ রাজস্থান ইউনাইটেডের খেলা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) বিরুদ্ধে। মহামেডান রয়েছে আই লিগ (I League) সেরা হওয়ার দৌড়ে। অনেকটা পিছিয়ে…

Mohammedan SC : কলকাতায় ব্রাত্য বাঙালি নিজেকে উজাড় করে দিতে পারেন মহামেডানের বিরুদ্ধে

বুধবার বিকেল ৫ টা নাগাদ রাজস্থান ইউনাইটেডের খেলা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) বিরুদ্ধে। মহামেডান রয়েছে আই লিগ (I League) সেরা হওয়ার দৌড়ে। অনেকটা পিছিয়ে রয়েছে রাজস্থান। তবু এই ম্যাচকে হালকাভাবে নিতে চাইছেন না অনেকে। নজরে থাকবেন এক বাঙালি ফুটবলার।

রাজস্থান ইউনাইটেডের দুর্গের শেষ প্রহরী ভাস্কর রায়। কলকাতার ছেলে। কলকাতার ক্লাবেও অতীতে খেলেছেন। এখন রাজস্থানের ক্লাবে।

   

পুরো পয়েন্ট নিয়ে গত ম্যাচে মাঠ ছেড়েছিল রাজস্থান। ট্রাউ – এর বিরুদ্ধে ০-২ গোলে তারা জিতেছিল। কোনো গোল হজম না করা যে কোনো দলের মনোবল বাড়ানোর জন্য যথেষ্ট। কলকাতার তিন প্রধানের মধ্যে অন্যতম মহামেডানের বিরুদ্ধে মাঠে নামার আগে তেতে থাকবেন ভাস্কর। কল্যাণীর মাঠে নিজেকে উজাড় করে দিতে চাইবেন।

Advertisements

২৯ বছর বয়সী এই গোলরক্ষক ২০১৭তে সার্দান সমিতিতে খেলেছিলেন। মাত্র তিনটিতে ম্যাচে অংশ নিয়েছিলেন তখন।