HomeSports Newsমরসুমের মাঝপথে অভিভাবক হারালেন কলকাতা ময়দানের তৃতীয় প্রধান

মরসুমের মাঝপথে অভিভাবক হারালেন কলকাতা ময়দানের তৃতীয় প্রধান

- Advertisement -

অবশেষে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সঙ্গে সঙ্গে সম্পর্কের অবসান আইলিগ চ্যাম্পিয়নকারী রুশ কোচ আন্দ্রে চেরনিশভের (Andrey Chrenyshov)। চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মরশুমে একের পর এক ব্যর্থতার মুখে পড়তে দেখা গিয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধানকে। গত বছর আইলিগে চমকপ্রদ জয়ের পর আইএসএলে সুযোগ পেয়েছিল সাদা-কালো ব্রিগেড। সেখানেই মহামেডানের কোচ হিসেবে বেশ আশা নিয়ে নাম লিখিয়েছিলেন চেরনিশভ, কিন্তু লিগে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক।

   

২০৩৬ অলিম্পিক দেশের কোন শহরে? বার্তা প্রধানমন্ত্রীর

মহামেডান প্রথমবারের জন্য আইএসএলে অংশগ্রহণ করলেও প্রথম থেকেই দলের পারফরম্যান্সে তেমন সাফল্য দেখাতে পারেনি। একের পর এক হারের ফলে সুপার সিক্সে স্থান পাওয়ার স্বপ্ন ভেঙে যায়। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে, মাত্র ১৭ ম্যাচে ১১ পয়েন্ট অর্জন করে।

পাকিস্তান নয় ভেন্যু বদল চ্যাম্পিয়ন্স ট্রফির! পদত্যাগ শাহের দলে

একইসঙ্গে ক্লাবের অভ্যন্তরে আর্থিক সমস্যাও ব্যাপক আকার ধারণ করে। ফুটবলারদের বেতন না পাওয়ার কারণে ক্লাবের মধ্যে অন্য পরিবেশ তৈরী হয়েছিল। খেলোয়াড়রা নিয়মিতভাবে ভাবে অনুশীলন বয়কট এবং মিডিয়ার সামনে মুখ খুলছিলেন। এসব ঘটনার পরও কোচ চেরনিশভ চুপ ছিলেন, যার ফলে তাঁর এবং ক্লাবের মধ্যে সম্পর্কে চাপ সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে চেরনিশভ তার বকেয়া বেতন নিয়ে ফিফায় অভিযোগ জানান বলে জানা গিয়েছে। তিনি জানান, তার দুই মাসের বেতন বাকি রয়েছে এবং এ কারণে তিনি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছেন। ফিফা মহামেডান ক্লাবকে ১৫ দিনের সময় দেয় বকেয়া পরিশোধের জন্য। সূত্রের খবর অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধ না হওয়ায় চেরনিশভ সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

মহামেডান কর্তৃপক্ষ জানায়, রুশ কোচের সঙ্গে আগামী মরশুম পর্যন্ত চুক্তি ছিল, তাই তাকে চুক্তি শেষের আগে বিদায় দেওয়ার ফলে ক্লাবকে ক্ষতিপূরণ দিতে হবে। এই মুহূর্তে চেরনিশভের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দুই পক্ষ আলোচনা চালাচ্ছে।

চিন্তায় অস্কার, মুম্বই ম্যাচে ছিটকে গেল এক ফুটবলার 

যদিও রুশ কোচ আন্দ্রে চেরনিশভ অতীতে মহামেডানকে সফলভাবে কোচিং করেছিলেন এবং কলকাতা লিগে দলটি তার অধীনে শিরোপা জিতেছিল। এখন, চেরনিশভের সহকারী কোচ হিসেবে মেহেরাজের উপস্থিতি মাও অব্যাহত রয়েছে। তার প্রো লাইসেন্স থাকায়, মেহেরাজকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে মহামেডান স্পোর্টিংয়ের সামনে এখন নতুন পথ এবং নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন দেখার বিষয়, নতুন কোচের অধীনে তারা আইএসএলে নিজেদের অবস্থান উন্নত করতে পারে কিনা।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular