Sandeep Nandy: ডুরান্ডে পুরো দল না পেলেও আশাবাদী সন্দীপ

গত ১৫ জুলাই থেকে মহামেডান স্পোর্টিং অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু এখনও পুরো দল হাতে পায়নি সাদা কালো শিবির। বিদেশি স্ট্রাইকার মার্কোস এখনও দলে যোগ…

Mohammedan SC goalkeeper coach Sandeep Nandy is optimistic despite not having the full team at Durand.

গত ১৫ জুলাই থেকে মহামেডান স্পোর্টিং অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু এখনও পুরো দল হাতে পায়নি সাদা কালো শিবির। বিদেশি স্ট্রাইকার মার্কোস এখনও দলে যোগ দেননি। পাশাপাশি একজন বিদেশি স্ট্রাইকারকে সই করিয়েছে মহামেডান তিনিও এখনও দলে যোগ দেয়নি। যদিও এই নিয়ে দুশ্চিন্তায় নেই মহমেডানের গোলকিপার্ক সন্দীপ নন্দী (Sandeep Nandy)।

আরও পড়ুন: Mohammedan SC coach: কলকাতায় পৌঁছে মহামেডান কোচের হাতেও লাল হলুদ!

দলের প্রস্তুতি কেমন চলছে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে গোলকিপার কোচ সন্দীপ নন্দী বলেন, ‘ এ বছর জুনিয়র ও সিনিয়র মিলিয়ে দল তৈরি করা হয়েছে। চার জন বিদেশি রয়েছে দলে। মার্কোসকে আমরা চিনি, যদিও ও এখনও দলের সঙ্গে যোগ দেয় নি। একজন নতুন স্ট্রাইকার নেওয়া হয়েছে, তিনিও এখনও দলের সঙ্গে যোগ দেননি। নতুন স্ট্রাইকার দলে যোগ দেওয়ার পরই বোঝা যাবে দলটা কেমন খেলবে। বিশেষ করে ডুরান্ডে বোঝা যাবে দল কতটা তৈরি হয়েছে।’

Advertisements

আরও পড়ুন: CFL : দুরন্ত রেলের ধাক্কায় দিশেহারা এরিয়ান ক্লাব

গতবার কলকাতা লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেনি। এবার অবশ্য দুই প্রধান খেলবে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে কলকাতা লিগ অনেক শক্ত হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে সন্দীপ বলেন, ‘ শুধু কলকাতা লিগ কেন, এবার আই লিগের লড়াই খুব শক্ত হবে। কারণ আই লিগের প্রমোশন রয়েছে যারা জিতবে, তারা আইএসএল খেলবে। তাই লড়াই খুব একটা সহজ হবে না’
ডুরান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ডুরান্ডে আমরা পুরো টিম হতে পাব না ।যারা রয়েছে তারাই খেলবে। আশা করা যায় ভালো ফল করবে মহামেডান।’