ইন্ডিয়ান সুপার লিগের গত দুইটি ম্যাচে ধরাশায়ী হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি তাঁদের পরাজিত হতে হয়েছে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সাদা-কালো সমর্থকরা। এই দুই ম্যাচে পরাজিত হওয়ার ফলে বর্তমানে পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে চলে আসে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। বর্তমানে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের এগারো নম্বরে রয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। একটা সময় দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখন অনেকটাই ছন্দ হারিয়েছে মহামেডান।
আগামী ২৬ অক্টোবর নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ খেলবে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হায়দরাবাদ এফসি। এখন এই ম্যাচ থেকে জয়ের সরণিতে ফেরাই অন্যতম লক্ষ্য সাদা-কালো শিবিরের। সেইমতো দলকে প্রস্তুত করতে চাইছেন মহামেডান কোচ। কিন্তু এসবের আগেই নিজেদের শক্তি পরীক্ষা করতে মঙ্গলবার বিকেলে ইন্টার কাশীর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে বেশকিছু সিনিয়র ফুটবলারদের পাশাপাশি যুব দলের প্রায় সাতজন ফুটবলারদের খেলায় এই ফুটবল ক্লাব।
শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে জয় নিশ্চিত করে আইলিগের সেই ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে জয় পায় আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী। আইলিগ শুরু করার আগে দলের এই অভূতপূর্ব পারফরম্যান্স নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে বারাণসীর এই ফুটবল দলের। এদিন ইন্টার কাশীর হয়ে অনবদ্য পারফরম্যান্স করেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। এছাড়াও মহামেডান দলের হয়ে যথেষ্ট নজর কাড়ার পাশাপাশি গোল ও করেন ১৯ নম্বর জার্সিধারী ফুটবলার মাকান ছোটে।
এদিন ইন্টার কাশীর হয়ে দাপুটে ফুটবল খেলেন উইলিয়াম পলিয়ানখুম। পাশাপাশি গোল ও আসে তাঁর পা থেকে। এছাড়াও গোল পান সুইডেন ফার্নান্দেজ ও কাউকোর মত ফুটবলাররা। তবে আইলিগের ক্লাবের কাছে এই পরাজয় কিছুটা হলেও চিন্তায় রাখবে সাদা-কালো শিবিরকে।