দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা চমকে দিয়েছিল সকলকে। এই অনবদ্য পারফরম্যান্সের কারণে একটা সময় পয়েন্ট টেবিলের নিরিখে কলকাতার বাকি দুই প্রধানকে পিছিয়ে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু সেটা বজায় থাকল না এবার। বর্তমানে আইএসএলে হারের হ্যাট্রিক করল সামাদ আলি মল্লিকরা। মোহনবাগান এবং কেরালার কাছে গত দুই ম্যাচে পরাজিত হওয়ার পর শনিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হল নিজামের শহরের এই ফুটবল দলের কাছে। এদিন হায়দরাবাদ এফসির হয়ে জোড়া গোল করেন যথাক্রমে অ্যালান ডি সুজা মিরান্ডা। এছাড়াও গোল পান স্টেফান সাপিচ এবং পরাগ শ্রীবাস। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের এই সিজনে প্রথম জয় ছিনিয়ে নিল থাংবোই সিংটোর ছেলেরা। বর্তমানে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এগারো নম্বরে উঠে আসলো হায়দরাবাদ এফসি। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের।
আজ, শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ থাকলেও সেভাবে প্রভাব ফেলতে পারেনি মহামেডান। প্রথম থেকেই দাপট দেখিয়ে খেলেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। ম্যাচের শুরু থেকেই ঘনঘন আক্রমণে উঠে আসে হায়দরাবাদ দলের ফুটবলাররা। যা আটকাতে গিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে সাদা-কালো রক্ষণভাগ। ম্যাচের ৪ মিনিটেই আসে প্রথম গোল। তারপর থেকেই আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা যায় দলের ফুটবলারদের। ১২ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। এবার গোল করে যান স্টেফান সাপিচ। সেই গোলের ঠিক কিছু সময়ের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করে যান মিরান্ডা।
WHAT A GOALZO! 😱⚽️
Tune in to @Sports18-3 and #AsianetPlus to watch #MSCHFC or stream it FOR FREE only on @JioCinema: https://t.co/pRg7Hcs8N5#ISL #LetsFootball #MohammedanSC #HyderabadFC | @HydFCOfficial pic.twitter.com/83bqqQdWGt
— Indian Super League (@IndSuperLeague) October 26, 2024
সেই গোলের দরুণ প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে থাকে অ্যালেক্স সাজিরা। যা নিঃসন্দেহে চমকে দেয় সকলকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে মহামেডান দলের তরফে একাধিকবার আক্রমণ সংগঠিত হলেও গোল করা সম্ভব হয়নি। বরং প্রতি আক্রমণে উঠে এসে ৫১ মিনিটের মাথায় দলের হয়ে চতুর্থ গোল করে যান শ্রীবাস। যার কোনও জবাব ছিল না সাদা-কালো ডিফেন্ডারদের কাছে। মহামেডান দলের এই পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশা করেছে সকলকে।