টানা ছয় ম্যাচ পরাজিত মহামেডান, পয়েন্ট টেবিলের তিন নম্বরে পঞ্জাব

টানা হেরেই চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। দৃষ্টি নন্দন ফুটবলের মধ্যে দিয়ে চলতি আইএসএল মরসুম শুরু করেছিল ময়দানের এই প্রধান। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন…

Mohammedan SC Punjab FC

টানা হেরেই চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। দৃষ্টি নন্দন ফুটবলের মধ্যে দিয়ে চলতি আইএসএল মরসুম শুরু করেছিল ময়দানের এই প্রধান। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে তাঁরা চমকে দিয়েছিল সকলকে। কিন্তু পরের ম্যাচ থেকেই ছন্দপতন। মোহনবাগান সুপার জায়ান্ট থেকে শুরু করে হায়দরাবাদ এফসি হোক কিংবা বেঙ্গালুরু এফসি। একের পর এক ম্যাচে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে ময়দানের এই প্রধানকে। সেই হতাশা ভুলে শুক্রবার পাঞ্জাব এফসির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল মহামেডানের।

Also Read | নর্থইস্টকে রুখতে বিশেষ পরিকল্পনা মোলিনার  

   

কিন্তু এই ম্যাচে ও ধাক্কা খেল সাদা-কালো ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এদিন পাঞ্জাব এফসির হয়ে গোল করেন যথাক্রমে লুকা মাজসেন এবং ফিলিপ মিজলজ্যাক। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় স্থানে উঠে আসলো পাঞ্জাবের এই ফুটবল ক্লাব। অপরদিকে টেবিলের বারো নম্বরেই নিজেদের ধরে রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা যায় পাঞ্জাব দলকে।

Also Read | East Bengal FC : বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের  

ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণ শানিয়ে মহামেডান রক্ষণে হানা দিয়েছিল পাঞ্জাব ফুটবলাররা। গোলের সুযোগ তৈরি হলেও বলটিকে গোলে রাখতে পারেননি মিজলজ্যাকরা। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠতে ভোলেননি মহামেডান। গোলের সুযোগ ও পেয়ে গিয়েছিলেন ফ্রাঙ্কা। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি এই তারকা। এরপর ফের আক্রমণে উঠে আসতে শুরু করে লুকা মাজসেন। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল মহামেডানের। বারে লেগে ফিরে আসে সেই বল। যারফলে গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

Also Read | Oscar Bruzon : চেন্নাইয়ের ওয়েন কোয়েলকে নিয়ে ‘বিস্ফোরক’ অস্কার ব্রুজো   

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝাঁঝ বাড়াতে শুরু করে পাঞ্জাব এফসি। তারপর ৫৮ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে আসে মিজলজ্যাক। তাঁর শট কোনও রকমে প্রতিহত করেছিলেন সাদা-কালো গোলরক্ষক। তবে ফিরতি বল থেকেই দূরপাল্লার শটে গোল করে যান লুকা মাজসেন। তারপর ৬৬ মিনিটের মাথায় মিজল জ্যাকের গোল। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি ব্ল্যাক প্যান্থার্সদের।