ফের পরাজিত মহামেডান, মুম্বাইকে জয় এনে দিলেন বিক্রম প্রতাপ

বর্তমানে খারাপ সময় যেন কিছুতেই কিছু ছাড়ছে না মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। গতবছর আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসে কলকাতা ময়দানের…

Mumbai City FC vs North East United FC in ISL

বর্তমানে খারাপ সময় যেন কিছুতেই কিছু ছাড়ছে না মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। গতবছর আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে রেড রোডের এই ফুটবল দলকে। অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করার পর আর জয়ের মুখ দেখেনি মহামেডান। সেই ধাক্কা ভুলে রবিবার ঘরের মাঠে খেলতে নেমেছিল অ্যালেক্সিস গোমেজরা।

যেখানে তাঁদের লড়াই করতে হয়েছে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটিমাত্র গোল করেন বিক্রম প্রতাপ সিং। এই ভারতীয় তারকার গোলেই ফের জয়ের সরণিতে ফিরল লালিয়ানজুয়ালা ছাংতেরা। যারফলে ১১ ম্যাচ ১৭ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে আসলো রনবীর কাপুরের ফুটবল ক্লাব। যা কিছুটা হলেও খুশি করবে সমর্থকদের।

   

এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ধরা দিয়েছে পেট্র ক্র্যাটকির ছেলেরা। জবাবে কিছুটা ডিফেন্সিভ খেলতে দেখা যায় সাদা-কালো ব্রিগেডকে। তারপর ছন্দপতন হয় ম্যাচের ৩৫ মিনিটের মাথায়। জোড়া হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মহামেডানের দাপুটে ফুটবলার মহম্মদ ইরশাদকে‌। যারফলে দশজনে হয়ে যায় ময়দানের এই প্রধান। তবে প্রথমার্ধের শেষ দিকে বল পায়ে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিয়েছিলেন রেমসাঙ্গা কিন্তু মুম্বাই গোলরক্ষকের দক্ষতায় নিয়ন্ত্রণে চলে আসে পরিস্থিতি।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধ থেকে চাপ আরও বাড়াতে শুরু করে মুম্বাই সিটি। তারপর ৪৯ মিনিটের মাথায় আসে গোল। কেরলিসের বল মহামেডান গোলরক্ষক আটকে দিলেও সেই ফিরতি বলেই গোল করে যান বিক্রম প্রতাপ সিং। শেষ পর্যন্ত এই একটি গোলের ব্যবধানেই আসে জয়।