চোখ ধাঁধানো ফুটবলের মধ্যে দিয়ে এবারের আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথমদিকে হোঁচট খেতে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান দল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার পর তৃতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। অ্যাওয়ে ম্যাচে দলের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। যারফলে একটা সময় কলকাতা ময়দানের বাকি দুই প্রধানের তুলনায় কিছুটা উপরে উঠে এসেছিল মহামেডান।
Also Read | আইএফএফ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে শরণ নিচ্ছে ইন্টারকাশি
কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে ব্ল্যাক প্যান্থার্সরা। এই বছরের শুরু থেকে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে আসার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় ছিনিয়ে সকলকে চমকে দিলে ও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। দ্বিতীয় লেগে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি হোক কিংবা মোহনবাগান। সকলের কাছেই বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে থাকে রেড রোডের এই ফুটবল ক্লাব। এমনকি টুর্নামেন্টের শেষ ম্যাচে ও আটকে যেতে হয়েছিল তাঁদের।
Also Read | পাঞ্জাবের বিরুদ্ধে প্রতিশোধের লড়াইয়ে নিউ চণ্ডীগড়ে আরসিবি
কিন্তু পুরনো সমস্ত কিছু ভুলে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করাই প্রধান লক্ষ্য ব্ল্যাক প্যান্থার্সদের। কিন্তু সেটা নিয়ে ও দেখা দিয়েছে একাধিক সমস্যা। আসলে আইএসএলের মাঝামাঝি সময় থেকেই খেলোয়াড় সংক্রান্ত সমস্যা নিয়ে বারংবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসতে শুরু করেছিল সাদা-কালো শিবির। যারফলে একটা সময় রিজার্ভ দলের ফুটবলারদের সামনে রেখেই এই টুর্নামেন্টের অনুশীলন করার পরিকল্পনা থাকে দলের। কিন্তু সেখানে ও বাঁধা হয়ে দাঁড়ায় মাঠ সমস্যা। যারফলে ওডিশা যাওয়ার আগে পর্যাপ্ত অনুশীলন করতে পারা নিয়ে ও দেখা দেয় সমস্যা।
To read only sports news, visit Sports 24X7.
এছাড়াও এবারের এই সুপার কাপে দলের বিদেশি ফুটবলারদের খেলানো নিয়ে ও দেখা দেয় অনিশ্চয়তা। যারফলে বিদেশি ফুটবলারদের বাদ দিয়েই প্রথম একাদশ সাজানোর কথা শোনা যেতে থাকে ব্যাপকভাবে। যদিও এখনও স্পষ্ট নয় বিষয়টি। তবে সূচি অনুযায়ী দেখলে আগামী ২৪ শে এপ্রিল বিকেলে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখন সেদিকেই নজর থাকবে সকলের।