Mohammedan SC: মাকান ছোটের দিকে নজর মহামেডানের

আইএসএলের কথা মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেইমতো গত কয়েক মাসে পুরনো বেশকিছু ফুটবলারদের বিদায় জানিয়েছিল ময়দানের…

আইএসএলের কথা মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেইমতো গত কয়েক মাসে পুরনো বেশকিছু ফুটবলারদের বিদায় জানিয়েছিল ময়দানের এই প্রধান। পরবর্তীতে কোচ আন্দ্রে চেরনিশভের নির্দেশ মতো একাধিক হাইপ্রোফাইল তারকাদের দলের সঙ্গে যুক্ত করেন সাদা-কালো কর্তারা। বর্তমানে অধিকাংশ ফুটবলার এসে গিয়েছেন শহরে।

তাঁদের নিয়েই এখন আইএসএলের প্রস্তুতি শুরু করার পরিকল্পনা চেরনিশভের। শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়। আপফ্রন্টকে শক্তিশালী করতে এবার এক ভারতীয় ফুটবলারের দিকে নজর রয়েছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধানের। তিনি মাকান ছোটে। গত মরসুমে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছিলেন এই ভারতীয় উইঙ্গার। দলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হলেও একক দক্ষতায় অনায়াসেই সকলের মন জিতে নিয়েছিলেন তিনি।

   

আগত ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে বছর চব্বিশের ফুটবলারের দিকে নজর ছিল টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাবের। এক সময় তাঁকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেড। যদিও তা এগোয়নি বেশিদূর। এবার উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে মাকান চোটেকে নেওয়ার ক্ষেত্রে বর্তমানে অনেকটাই এগিয়ে মহামেডান স্পোর্টিং।

হিসাব অনুযায়ী আগামী ২০২৬ পর্যন্ত তাঁর সাথে হায়দরাবাদ এফসির চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে এই ভারতীয় ফুটবলারকে নিতে মরিয়া আইএসএলের নতুন ক্লাব। সেইমতো কথাবার্তা ও প্রায় চূড়ান্ত। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করতে পারে সাদা-কালো ব্রিগেড।