I – League : আইলিগের আসরে জয়ের ধারা অব‍্যাহত Mohammedan এর

শনিবার নৈহাটি স্টেডিয়ামে আইলিগের ম‍্যাচে ইন্ডিয়ান অ্যারোজ’কে ৪-০ গোলে হারিয়ে দিলো মহামেডান (Mohammedan SC)। লিগের শুরু থেকে এখনও অবধি টানা ৪ ম‍্যাচ অপরাজিত তারা। এখনও…

শনিবার নৈহাটি স্টেডিয়ামে আইলিগের ম‍্যাচে ইন্ডিয়ান অ্যারোজ’কে ৪-০ গোলে হারিয়ে দিলো মহামেডান (Mohammedan SC)। লিগের শুরু থেকে এখনও অবধি টানা ৪ ম‍্যাচ অপরাজিত তারা।

এখনও অবধি আইলিগের আসরে একমাত্র অপরাজিত দল মহামেডান স্পোর্টিং।এদিন জয়ের হ‍্যাটট্রিক গড়ে অ্যারোজের মুখোমুখি হয়েছিল সাদা কালো ব্রিগেড, অন‍্যদিকে সুদেভা’কে ১-০ গোলে হারিয়ে মহামেডানের মুখোমুখি হয়েছিলো অ্যারোজ।

   

ম‍্যাচের ১৮ মিনিট বা পায়ের জোড়ালো শটে মার্কাস জোসেফ এগিয়ে দেয় মহামেডান,এক্ষেত্রে অ্যারোজের গোলকিপার সৈয়দ জাহিদের বিশেষ কিছু করার ছিলো না।

Mohammedan
জোড়া গোল করেছেন মার্কোস।

ম‍্যাচের ৩০ মিনিটে ফের আরও একবার গোল করার সুযোগ নষ্ট করেনি জোসেফ।এই মুহূর্তে আইলিগের আসরে ৭ টি গোল করে ফেলেছেন তিনি।এদিন সাদাকালো ব্রিগেডের সামনে ছন্নছাড়া দেখিয়েছে মহামেডান’কে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে’র শুরু থেকেও দাপুটে ফুটবল খেলা শুরু করে মহামেডান।ফলস্বরূপ ৫১ মিনিটের মাথায় ফের আরও এক গোল করে যায় তারা,গোলদাতা আশির আখতার।৭২ মিনিটে ৪-০ ক‍রেন রুদোভিচ।অন‍্যদিকে ম‍্যাচে শতচেষ্টা সত্বেও গোলমুখ খুলতে ব‍্যার্থ অ্যারোজ।