কলকাতা লিগে মুখ থুবড়ে পড়ল মহামেডান, অবনমন রক্ষা এরিয়ানের

অবশেষে বাস্তবই হল আশঙ্কা। কলকাতা লিগে (CFL 2025) ইতিহাসখ্যাত মহামেডান স্পোর্টিংকে (Mohammedan SC) নামতে হবে অবনমন পর্বে। শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে (Barrackpore Stadium) ইউনাইটেড কলকাতা স্পোর্টিং…

Mohammedan SC concludes their CFL 2025 group stage with 1-1 draw against UKSC at Barrackpore Stadium

অবশেষে বাস্তবই হল আশঙ্কা। কলকাতা লিগে (CFL 2025) ইতিহাসখ্যাত মহামেডান স্পোর্টিংকে (Mohammedan SC) নামতে হবে অবনমন পর্বে। শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে (Barrackpore Stadium) ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাবের (UKSC) বিরুদ্ধে ১-১ ড্র করে নিজেদের গ্রুপ পর্ব শেষ করল সাদা-কালো ব্রিগেড। ১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে শেষ করল একাদশতম স্থানে। ফলে অবনমন রাউন্ডেই খেলতে হবে শতাব্দী প্রাচীন এই ক্লাবকে।

অন্যদিকে, একইদিনে কল্যাণী স্টেডিয়ামে কলকাতা পুলিশকে ১-০ গোলে হারিয়ে রেলিগেশন রাউন্ডে খেলার লজ্জা এড়াল এরিয়ান ক্লাব (Aryan Club)। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ১২ পয়েন্ট। এক পয়েন্টের ব্যবধানই ভাগ্য গড়ে দিল দুই দলের।

   

ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ম্যাচ ছিল মহামেডানের জন্য ‘ডু অর ডাই’। সুপার সিক্সে জায়গা করা UKSC আগেই নিশ্চিত করেছিল তাদের পরবর্তী পর্ব। কিন্তু মহামেডানের সামনে ছিল সম্মান রক্ষার লড়াই। সেই লড়াইয়ে প্রত্যাশিত ফুটবল উপহার দিতে ব্যর্থ হলেন আদিসন, ম্যাক্সিয়ন, মেহরাজউদ্দিন ওয়াডুদের ছেলেরা।

প্রথমার্ধে পিছিয়ে পড়ে মহামেডান। একাধিক ভুল পাস, ছন্দহীন আক্রমণ এবং রক্ষণে ঢিলেঢালা পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধেই গোল করে ইউনাইটেড কলকাতা এগিয়ে যায়। সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় মহামেডান।

৫৫ মিনিটে দলের হয়ে সমতাসূচক গোল করেন লালঙ্গাইলসাকা। এরপর ম্যাচে দখল নিয়ে একের পর এক আক্রমণে উঠতে থাকে সাদা-কালো শিবির। কিন্তু ইউনাইটেড কলকাতার রক্ষণের ‘ব্যূহ’ টপকে কাঙ্ক্ষিত জয়সূচক গোল তুলে আনতে পারেননি আদিসন-ম্যাক্সিয়নরা। গোলের সামনে এসে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

Advertisements

এদিন ড্রয়ের ফলে এক পয়েন্ট পেলেও মহামেডানের গ্রুপ পয়েন্ট দাঁড়াল ১১। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে এরিয়ান কলকাতা পুলিশকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে রেলিগেশন পর্ব থেকে রেহাই পায়।

কল্যাণীতে অনুষ্ঠিত সেই গুরুত্বপূর্ণ ম্যাচে এরিয়ান নেমেছিল চাপ নিয়েই। এক ধাপ নিচে থাকা কলকাতা পুলিশের বিরুদ্ধে জয় ছাড়া আর কোনও বিকল্প ছিল না। ঠিক সেভাবেই খেলল তারা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এরিয়ান। প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন রাজু ওরাওঁ। পরে সেই গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। শক্তিশালী ভবানীপুর ও পিয়ারলেসের বিরুদ্ধে জয় পাওয়া এরিয়ান আবারও নিজেদের দক্ষতার প্রমাণ দিল।

Mohammedan SC concludes their CFL 2025 group stage with 1-1 draw against UKSC at Barrackpore Stadium