হায়দরাবাদের বিপক্ষে চার গোলে হেরে কারণ ব্যাখ্যা করলেন কোচ চেরনিশভ

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে একেবারেই ছন্দে নেই মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ তিনটি ম্যাচে একেবারে তথৈবচ অবস্থা…

Mohammedan SC Coach Andrey Chernyshov Reflects on Tough 4-0 Loss to Hyderabad FC

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে একেবারেই ছন্দে নেই মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ তিনটি ম্যাচে একেবারে তথৈবচ অবস্থা থেকেছে ময়দানের এই প্রধানের। গত কেরালা ম্যাচে নিজেদের ঘরের মাঠে এগিয়ে থেকেও পরাজিত হতে হয়েছিল অ্যালেক্সিস গোমেজদের। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল সাদা-কালো ব্রিগেড। সেইমতো গত শনিবার নিজেদের ঘরের মাঠে দুর্বল হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান।

সম্পূর্ণ সময়ের শেষে চার গোলের ব্যবধানে ধরাশায়ী হতে হয় ব্ল্যাক প্যান্থার্সদের। যা চমকে দিয়েছে সকলকে। এদিন প্রথম থেকেই দাপট দেখিয়ে খেলেছে নিজামের শহরের ফুটবল ক্লাব। ম্যাচের শুরু থেকেই ঘনঘন আক্রমণে উঠে আসে হায়দরাবাদ দলের ফুটবলাররা। যা আটকাতে গিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে সাদা-কালো রক্ষণভাগ। ম্যাচের শুরুতেই চলে আসে গোল। তারপর সময় যত এগিয়েছে ব্যবধান বাড়িয়েছে হায়দরাবাদ এফসি। এদিন জোড়া গোল করেন অ্যালেন মিরান্ডা। এছাড়াও গোল পান স্টেফান সাপিচ। শেষে মহামেডানের কফিনে শেষ পেরেক পুঁতে যান পরাগ শ্রীবাস।

   

ময়দানের তৃতীয় প্রধানের এই পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। একটা সময় ব্ল্যাক প্যান্থার্সদের পারফরম্যান্স সকলের নজর কাড়লেও এখন কেন এমন পরিস্থিতি? ম্যাচ শেষে সেই নিয়েই মুখ খোলেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” পরিকল্পনা অনুযায়ী আমরা এই ম্যাচে খেলতে পারিনি। প্রতিপক্ষ দলের চেয়ে আমাদের ছেলেরা একটু বেশিই ক্লান্ত ছিল। হায়দরাবাদ দল আজ যথেষ্ট চনমনে ছিল। ওরা গতিময় ফুটবল খেলেছে। আমাদের ছেলেরা সেই অনুযায়ী খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। প্রথমার্ধে আমরা নিজেদের ভুলের জন্য গোল হজম করেছি।”

তবে ভুল ছুটি শুধরে নিয়ে পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে মহামেডান।‌ সেই প্রসঙ্গে সাদা-কালো কোচ বলেন, ” আমরা অনেক গোল করার সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। এখন আমাদের আলোচনা করে দেখতে হবে কোথায় সমস্যা হচ্ছে। খেলোয়াড়দের অনুশীলনে সমস্যা হচ্ছে নাকি মানসিকতায় সেদিকে নজর রাখতে হবে। সেই অনুসারে নিজেদের প্রস্তুত করতে হবে। এখন কয়েকদিন খেলোয়াড়দের বিশ্রায় দিয়ে তারপর নতুন করে আলোচনায় বসব। “