টানা চার ম্যাচে হার, কার্যত হতাশ করে তুলেছে সমর্থকদের। যদিও মরশুম শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নতুন যোগদান করা দল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু মোহনবাগানের কাছে ডার্বিতে হারের পর থেকেই যেন জুজু দেখল আন্দ্রে চেরনিশভের ছাত্ররা (Andrey Chernyshov)। আগামী ম্যাচে ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এবার দলের সমর্থকদের (Mohammedan SC Supporters) উজ্জ্বীত বিশেষ উদ্যোগ সাদা-কালো জায়ান্টের।
Rishabh Pant : কোন কারণে দিল্লি ছেড়েছিলেন ‘বিস্ফোরক’ তথ্য ফাঁস খোদ পন্থের
গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলে সুযোগ পেয়েছিল মহামেডান। সেই সঙ্গে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল সাদা-কালো ব্রিগেডের সমর্থকরাও। সব কিছু ঠিকঠাকই চলছিল, এমনকি অ্যাওয়ে ম্যাচ ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল আ্যালেক্সিস-ফ্রাঙ্কারা। এরপরই যেন একের পর এক বিপর্যয় ঘটতে শুরু করে দিল শিবিরে। মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে তিন গোলে হার।
রোহিতকে সমর্থন করে কোন মন্তব্য প্রাক্তন অজি অধিনায়কের
মিনি ডার্বিতে হারের ধাক্কা সামলে, নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ফ্লোরেন্টরা। ম্যাচের শুরু থেকে তাঁরা এগিয়ে থাকলেও, ম্যাচ শেষে ফলাফল যায় তাঁদের বিপক্ষে। ম্যাচ হেরে রেফারিকেই দুষেছিলেন কোচ, কর্মকর্তা থেকে সমর্থকরাও। এরপর ঘরের মাঠেই প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ এফসি। এই ম্যাচেও ৪-০ গোলে হেরে প্রশ্নের মুখে পড়েছিলেন খোদ রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। যদিও সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।
East Bengal FC : জয়ের সন্ধানে কোন দুই ফুটবলারকে দলে আনল লাল-হলুদ শিবির?
এই মাসের শুরুতেই ময়দানের আরেক প্রধান তথা লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা। লাল-হলুদের বিপক্ষেও ম্যাচ জিততে ব্যার্থ হয় তাঁরা। আগামী ২৭ নভেম্বর তাঁদের প্রতিপক্ষ লীগ শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এই ম্যাচের আগে দলের ফুটবলার থেকে সমর্থকদের উজ্জীবিত করতে ক্লাবের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে লেখা ‘We can’t wait for this energy back at home!’
We can’t wait for this energy back at home! ✨🔜😍#ISL #MohammedanSC #JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan 🖤🤍 pic.twitter.com/il6fcw6KTO
— Mohammedan SC (@MohammedanSC) November 19, 2024