নর্থইস্ট ইউনাইটেডের তারকা ফুটবলারকে চূড়ান্ত করার পথে মহামেডান

ইন্ডিয়ান সুপার লিগের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।‌ এবছর আইলিগ জয় করার সুবাদে নতুন সিজনে দেশের প্রথম…

Gaurav Bora

ইন্ডিয়ান সুপার লিগের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।‌ এবছর আইলিগ জয় করার সুবাদে নতুন সিজনে দেশের প্রথম সারির টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। যা নিঃসন্দেহে খুশি করবে বঙ্গের ফুটবলপ্রেমীদের।

নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে সকলকে চমকে দেওয়ার লক্ষ্য থাকবে রেড রোডের ফুটবল ক্লাবের। তাই আইএসএলের পাশাপাশি আইলিগের বেশ কিছু ফুটবলারদের দিকে নাকি অনেক আগে থেকেই নজর রাখতে শুরু করেছিল মহামেডান ম্যানেজমেন্ট। যার মধ্যে একাধিকবার উঠে আসতে থাকে আফ্রিকান ডিফেন্ডারের পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলারদের কথা।

   

শোনা যাচ্ছিল, ডিফেন্ডারের পাশাপাশি স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে সাদা-কালো ব্রিগেড। এসবের মাঝেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের এক সেন্টার ব্যাককে দলে টানতে চলেছে আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি গৌরব বোরা। এবারের এই ইন্ডিয়ান সুপার লিগে পাঁচটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার।

মূলত সেন্টার ব্যাক হিসেবে বিবেচিত হলে ও প্রয়োজন মতো সেন্ট্রাল মিডফিল্ড কিংবা ডিফেন্সিভ মিডিও হিসেবে সক্রিয় হয়ে উঠতে পারেন এই ফুটবলার। তবে শুধু আইএসএল নয় ভারতের অনূর্ধ্ব -২৩ দলে ও খেলেছেন গৌরব। নতুন সিজনে তাকেই স্কোয়াডে রাখতে চলেছে এবারের আইলিগ জয়ীরা।

একটা সময় তাকে নেওয়ার জন্য আইলিগের একাধিক ফুটবলার ক্লাবের নজর থাকলেও তাকে নেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই এগিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। বর্তমানে তাকে চূড়ান্ত করার পথে কলকাতার এই প্রধান। বলাবাহুল্য, গৌরবের মতো ফুটবলারের উপস্থিতিতে অনেকটাই শক্তিশালী হবে দলের রিজার্ভ বেঞ্চ।