কলকাতা লিগের শেষ ম্যাচে শক্তিশালী সার্দান সমিতির বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আজ ও বজায় থাকল সেই একই ধারা। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ নৈহাটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল তথা টালিগঞ্জ অগ্ৰগামীর মুখোমুখি হয়েছিল মেহরাজহীন মহামেডান স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সাদা-কালো ব্রিগেড। দলের হয়ে গোল করেন যথাক্রমে অভিষেক, জোড়া গোল করেন অভিজিৎ ও বাকি একটি গোল করেন গনেশ। আজকের এই জয়ের ফলে সুপার সিক্সের আশা এখনো জিইয়ে রাখল সাদা-কালো ব্রিগেড।
এবারের এই নয়া মরশুমের শুরু থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলে আসছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা লিগ থেকে শুরু করে ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল এই ফুটবল দল। ডুরান্ডের শুরুতে হারতে হলেও পরবর্তীতে বাকি দুইটি ম্যাচে জয় তুলে নেয় মহামেডান। তবে গোল পার্থক্যের নিরিখে বাদ পড়তে হয় টুর্নামেন্ট থেকে। তবে গতবারের মতো এবার ও কলকাতা লিগ জিততে মরিয়া এই ক্লাব। কিন্তু গতকাল রাতে দলের হেডকোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে ছাঁটাই করার কথা ঘোষণা হতেই হইচই পড়ে যায় সমর্থক সহ দলের অন্দরে। তবে তার কোনো প্রভাব পড়েনি আজকের ম্যাচে।
আজ শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা যায় দলের ফুটবলারদের। প্রতিপক্ষের খেলোয়াড়দের পা থেকে বল কেড়ে নিয়ে বারংবার আক্রমণে উঠে আসতে থাকে বিকাশরা। যারফলে, ম্যাচ শুরুর ঠিক ১৫ মিনিটের মাথায় অভিষেকের গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর ম্যাচের ঠিক ৩৪ মিনিটের মাথায় অভিজিতের করা গোলে ২-০ হয় ফলাফল। প্রথমার্ধের শেষে এই ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পার্থক্য আরও বাড়ায় ময়দানের এই প্রধান দল। ঠিক ৫৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে দ্বিতীয়বারের জন্য বল জড়িয়ে দেন অভিজিত। শেষে ৭৯ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গনেশ।