আই লিগ জয়ী মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। লিগের অন্যান্য দলকে টেক্কা দিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছে মহামেডান। কোন উপায়ে চ্যাম্পিয়ন হল সাদা কালো ব্রিগেড? সে বিষয়ে চলছে আলোচনা।
কলকাতার অন্য দুই প্রধান ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসির পর ইন্ডিয়ান সুপার লিগে আগামী দিনে খেলতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বলা বাহুল্য মহামেডানের বাজেট কিন্তু এবার খুব বেশি ছিল না। স্কোয়াডে ছিল না নামীদামী কোনও বিদেশি ফুটবলার। ক্লাব ভরসা রেখেছিল একাধিক তরুণ ফুটবলারের ওপর। তাহলে কোন উপায়ে আই লিগ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব?
মহামেডান স্পোর্টিং বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারপার্সন দীপক সিং বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। গর্বিত কারণ আমরা তরুণ এবং প্রতিভাবান ভারতীয় ফুটবলারদের পাশাপাশি সক্ষম এবং কার্যকর বিদেশী ফুটবলার নিয়োগ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম।’
দলের সাফল্যের পিছনে থাকা অন্যতম কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমরা খুব বেশি বাজেট থাকা বা ট্রান্সফার মার্কেটে প্রচুর অর্থ খরচ করার প্রবণতায় বিশ্বাস করি না। আমরা সব মিলিয়ে একটি ব্যালান্স দল তৈরি করার ব্যাপারে জোর দিয়েছিলাম। ফলাফল এখন আপনাদের সামনে।’
আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যালেক্সিস গোমেজ এবং উজবেকিস্তানের মিডফিল্ডার মির্জাজল কাসিমভের মতো বিদেশি ফুটবলাররা দলের সাফল্যের পিছনে অবদান রেখেছেন। ক্লাবের সিইও স্বাগত ভট্টাচার্য বলেছেন, ‘ঐক্যবদ্ধ ড্রেসিং রুম আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের খেলোয়াড়রা সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে ছিল। কোচের ভূমিকা অনস্বীকার্য। ম্যানেজমেন্ট নিজের কাজে ছিল ফোকাসড। সবাই মিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।’