মঙ্গলেই Mohammedan SC-এর গোলমেশিন কলকাতায়

marcus joseph Mohammedan SC

কলকাতা রয়েছে এখন ফুটবল জ্বরে শুরু হয়ে গেছে কলকাতা লীগ এবং সামনেই ডুরান্ড কাপ । সেইমত নিজেদের প্রস্তুতি শুরু করে নিয়েছে কলকাতা তিন প্রধানই। সবার আগে কলকাতার সাদাকালো ব্রিগেড অর্থাৎ মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) নিজেদের প্রি-সিজন শুরু করেছিল । কিন্তু দলের অন্যতম এবং গত বছরের সর্বোচ্চ গোলদাতা Marcus Joseph শুরু থেকে দলের সাথে যোগ দেয়নি। একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল তিনি কবে আসবেন কলকাতায় ।

Advertisements

খবর সূত্রে, মার্কাস জোসেফ আজকে নিজের দেশ থেকে বিমানে আগামীকাল সকাল সাড়ে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন। ইতিমধ্যেই মহামেডানের ভারতীয় ফুটবলাররা এবং বাকি বিদেশি সহ কোচ চের্ণিসভও দলের সাথে যোগ দিয়ে ফেলেছেন।

মার্কাস জোসেফ মোহামেডানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার । কারণটা হয়তো মরশুমের শুরুর আগে ফুটবল মহল বুঝেগেছিল । সকল বিদেশিকে ছেড়ে দিলেও জোসেফকে দলে আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে । জোসেফ-এর গুরুত্ব থাকবে নাইবা কেন !! গত ডুরান্ড কাপে সর্বোচ্চ গোলদাতা আই লীগে মহামেডানের হয়ে সর্বোচ্চ গোলদাতা । ফলস্বরূপ তাকে এইবারেরও সাদা কালো জার্সিতে দেখা যাবে ।

Advertisements

মহামেডান কর্মকর্তারা জানিয়েছেন , মার্কাস জোসেফ নিজের কিছু পারিবারিক সমস্যা এবং ভিসা সমস্যার জন্য কলকাতায় আসতে কিছুদিন দেরি হয়ে গেল। তাতে খুব একটা অসুবিধা হবে না বলে জানিয়েছেন কোচ চের্ণিসব । রাশিয়ান কোচের সাথে জোসেফের সম্পর্ক খুবই দারুণ । শুধু এবার অপেক্ষা জোসেফের করা গোলে মহামেডানের ট্রফি আসার । সমর্থকরা সেই স্বপ্নেই সময় গুনছে তার তারকা প্লেয়ারকে দেখার ও অভ্যর্থনা করার জন্য ।