HomeSports Newsফুটসল টুর্নামেন্টের কিট প্রকাশ্যে নিয়ে এল মহামেডান এসসি

ফুটসল টুর্নামেন্টের কিট প্রকাশ্যে নিয়ে এল মহামেডান এসসি

- Advertisement -

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের কিট উন্মোচন করলো, শনিবার। বাংলা থেকে একমাত্র মহামেডান এসসি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) নয়াদিল্লিতে চলতি বছরের নভেম্বরের ৫-১৩ তারিখে আয়োজিত করতে চলেছে প্রথম ফুটসল চ্যাম্পিয়নশিপ (Futsal Championship)। মোট ১৬ টি ক্লাব দল এই ফুটসল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

   

গ্রুপ ‘এ’তে রয়েছে মহামেডান এসসি।একই গ্রুপে আছে বরোদা এফসি,সুপার স্ট্রাইকার্স এফসি ও চানমারি জোথান ফুটসল। ব্ল্যাক প্যাহ্নার্সদের ম্যাচ রয়েছে টুর্নামেন্টের ৫,৭,৯ নভেম্বর। ফুটসল টুর্নামেন্টে মহামেডান এসসির হেড কোচ জোসুয়া স্ট্যান ভাজ আর সহকারী হয়ে কাজ করবেন মিহির মিলিন্দ। বেলাল আহমেদ খান টিম ম্যানেজার।

চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ১৬ টি ক্লাবকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপের দলগুলি একে অপরের সাথে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে এবং গ্রুপের বিজয়ীরা সেমিফাইনালে যাবে।

১৬ দলের মধ্যে ১২ টি ক্লাব দল নিজের রাজ্যের লিগ জেতার সুবাদে চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করবে। ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল) এবং আইলিগ ক্লাবগুলিকে একই বিষয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল, এবং দুই লিগের ৪ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারী ১৬ টি ক্লাবের তালিকা: বরোদা এফসি (গুজরাট), চানমারী জোথান ফুটসল (মিজোরাম), কুপপুরাজ এফসি (পুদুচেরি), সুপার স্ট্রাইকার্স এফসি (কর্ণাটক), স্পিড ফোর্স এফসি (তেলেঙ্গানা), স্পোর্টিং ক্লাব ডি গোয়া (গোয়া), দিল্লি এফসি (দিল্লি), রিয়েল কাশ্মীর এফসি (কাশ্মীর), টেলংজেম এফসি (নাগাল্যান্ড), ক্লাসিক ফুটবল একাডেমি (মণিপুর), মঙ্গল ক্লাব (ওড়িশা), নিয়াও ওয়াসা ইউনাইটেড স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব (মেঘালয়), বেঙ্গালুরু এফসি (কর্ণাটক), ট্রাউ এফসি (মণিপুর), মহামেডান স্পোর্টিং ক্লাব (পশ্চিম) বাংলা), সুদেবা দিল্লি এফসি (দিল্লি)।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular