
করোনার প্রকোপের জেরে শুরু’তেই থমকে গেছিলো আইলিগ।বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট।প্রথম ম্যাচে আইজল এফসি’র মুখোমুখি হতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব।
এই মাস দুয়েকের মধ্যে অনেকটা বদলে গেছে দুই ক্লাবের প্রেক্ষাপট।ইতিমধ্যে মহামেডানে যোগ দিয়েছেন ইসমাইল তান্দির।ম্যাচের প্রাক্কালে সাদা কালো ব্রিগেডের রাশিয়ান কোচ আন্দ্রেই চের্নিশভ বলেছেন, “হঠাৎ করে লিগ বন্ধ হওয়াতে খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম।তবে আমার দলের ফুটবলার’র অত্যন্ত পেশাদার,তৎকালীন পরিস্থিতির গুরুত্ব ওরা বুঝেছিলো।আমার কয়েকটা প্রাক মরশুম ম্যাচ খেলেছিলাম।অনুশীলন সেরেছি ভালো ভাবে।যা পরিশ্রম করেছি এতোদিন, এবার তা মাঠে দেখাতে হবে।”
আজ মহামেডান’কে চিন্তায় রাখবে আইজলের আক্রমণ বিভাগে।উইলিস প্লাজা, ডিপান্ডা ডিকা, রবার্ট প্রাইমাস সমৃদ্ধ আইজলের আক্রমণ বিভাগে যেকোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে,এরা প্রত্যোকেই দীর্ঘদিন ধরে ভারতের মাঠে খেলে এসেছেন।
বাংলার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী আইজল কোচ ইয়ান ল, তার বক্তব্য, “এবার তারুণ্যে ভরপুর একটা দারুণ দল পেয়েছি।দলে একাধিক যুব প্রতিভা আছে,ওরা প্লাজা,ডিকার মতো অভিজ্ঞ ফুটবলার’দের থেকে অনেক কিছু শিখছে”।
প্রসঙ্গত, লিগ বন্ধ হওয়ার আগে এখনও অবধি একটি মাত্র ম্যাচে খেলেছে মহামেডান।সেই ম্যাচে সুদেবা এফসি’কে ২-১ গোলে হারিয়ে দিয়েছিলো তারা।সেই জয়ের ধারা আজ বজায় থাকে কিনা নজর থাকবে সেইদিকে।সন্ধ্যা ৭:৩০ টায় কল্যানীর মাঠে মুখোমুখি হতে চলেছে দুই দল।










