Mohammed Siraj: টিম ইন্ডিয়াকে স্বস্তি দিয়ে ফর্মে ফিরলেন ক্রিকেটার

Mohammed Siraj

আইপিএল ২০২৪-এর পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার জন্য স্বস্তির খবর।

Advertisements

আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাওয়ার প্লেতে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন সিরাজ। তিনি তার প্রথম দুই ওভারে নয় রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছিলেন।

সিরাজের ফর্মে ফেরার জন্য আরসিবির সহকারী কোচ অ্যাডাম গ্রিফিথ সুইংকে চিহ্নিত করেছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরসিবির চার উইকেটে জয়ের পর গ্রিফিথ বলেছেন, ‘ও আমাদের দলের অন্যতম এক সদস্য। গত কয়েক বছরে ভারতের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন এবং ভাল করেছেন। শুধু ভালো বোলিং নয়, আগ্রাসন, শরীরী ভাষা, ব্যাটসম্যানদের উইকেট নেওয়ার চেষ্টা নজর কেড়েছে বারংবার। আমরা যা করার চেষ্টা করছি।’

Advertisements

এরপরেই কোচ বলেছেন, ‘বল সুইং করানো, ভালো গতিতে বোলিং করা এবং আক্রমণাত্মক হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ সিরাজের পারফরম্যান্সে খুশি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কারও। তিনি বলেছেন, ‘সিরাজের আত্মবিশ্বাস এবং কখনো হার না মানা মনোভাবই তার আসল শক্তি। সিরাজকে দেখলেই বোঝা যায়, ও নিজের সবটা উজাড় করে দেওয়ার জন্য তৈরি।’