ইংল্যান্ড সিরিজে বোলিং দাপটের রহস্য ফাঁস করলেন DSP

Mohammed Siraj steps up in Jasprit Bumrah absence to lead Indian Cricket Team over England

সম্প্রতি ইংল্যান্ডের (England) মাটিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজে ভারতীয় (Indian Cricket Team) পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) নজরকাড়া পারফরম্যান্সে ক্রিকেটবিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুরো সিরিজে ধারাবাহিকতা বজায় রেখে তিনি শিকার করেছেন মোট ২৩ উইকেট। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে দলের পেস আক্রমণের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেওয়া সিরাজ কেবল নিজের দক্ষতার প্রমাণ দেননি, দলের মনোবল ও একাগ্রতা বজায় রাখতেও বড় ভূমিকা পালন করেছেন।

সিরিজের পাঁচটি ম্যাচেই প্রথম একাদশে জায়গা করে নেওয়া সিরাজ তাঁর আক্রমণাত্মক লাইন ও লেংথ, সুইং ও বাউন্সের মাধ্যমে ইংলিশ ব্যাটসম্যানদের একের পর এক বিপাকে ফেলেছেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার দিক থেকে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহর রেকর্ডের সঙ্গে সমানে সমান হয়ে গিয়েছেন। বুমরাহর ২০২১ সালের পারফরম্যান্সের সঙ্গে এখন একাসনে বসে রয়েছেন হায়দরাবাদের এই উদীয়মান পেসার।

   

তার এই অভাবনীয় অবদানের জন্য সিরাজকে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত করা হয়েছে। সাপ্রতিক এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ সিরাজ বলেন, “আমি কী করছি তা জানি। সমালোচনা তো হবেই। তবে মানুষের নেতিবাচক মন্তব্যে কান দিই না, কারণ তারা আমার সংগ্রামের পথ জানে না।” তিনি আরও বলেন, “দায়িত্ব পেলে আমার পারফরম্যান্স আরও ভালো হয়। এবার মাঠেই সব জবাব দিয়েছি, কথা নয় কাজে বিশ্বাসী আমি।”

সিরাজের পারফরম্যান্সে শুধু পরিসংখ্যান নয়, উঠে এসেছে তাঁর নেতৃত্বগুণও। বুমরাহর অনুপস্থিতিতে দলের মনোবল ধরে রাখা ছিল একটি বড় চ্যালেঞ্জ, যা সিরাজ দক্ষভাবে সামলেছেন। সতীর্থদের বারবার প্রেরণা দিয়ে তিনি মাঠে ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করেছেন। ড্রেসিংরুমে তাঁর উদ্দীপনা ও আত্মবিশ্বাস দলের জয়ে বিশেষ অবদান রেখেছে বলে জানান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

এই সিরিজের মাধ্যমে মহম্মদ সিরাজ শুধু একজন সফল বোলার হিসেবেই নয়, একজন ভবিষ্যতের নেতৃত্বের যোগ্য দাবিদার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ভারতের পেস আক্রমণের এই ভরসা জানিয়েছেন, তিনি আগামী দিনেও দেশের জার্সি গায়ে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য প্রস্তুত। তাঁর কথায়, “আমি দেশের জন্য খেলছি, এটা আমার গর্ব। দেশের হয়ে আরও অনেক ম্যাচ জিততে চাই।”

ভারতের এই জয় ও সিরাজের সাফল্য প্রমাণ করল, প্রতিভা ও পরিশ্রম মিললে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। ভবিষ্যতে এমন পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Mohammed Siraj steps up in Jasprit Bumrah absence to lead Indian Cricket Team over England

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleএএফসির প্রিলিমিনারী রাউন্ডে নেই লাল-হলুদের এই ফুটবলার, কিন্তু কেন?
Next articleGST কাউন্সিল বৈঠকের আগে সিবিআইসি’র বড় বার্তা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।