Mohammed Siraj:গোড়ালিতে চোট নিয়ে দলের সঙ্গে ফিরে এলেন তারকা বোলার

গোড়ালিতে ব্যথা মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়মল তাঁকে। ভারতের ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর সিরাজ বাকি টেস্ট দল অর্থাৎ আর অশ্বিন, অজিঙ্কা রাহানে, কেএস ভরত এবং নভদীপ সাইনির সাথেই ভারতে ফিরে আসেন সিরাজ।

Advertisements

সিরাজের অনুপস্থিতিতে, শার্দুল ঠাকুরই এখন দ এর সবচেয়ে অভিজ্ঞ পেসার। ৩৫ ম্যাচে ৫০ উইকেট রয়েছে তাঁর। অন্য তিনজন পেসার অর্থাৎ – উমরান মালিক, জয়দেব উনাদকাট এবং মুকেশ কুমার – তাঁদের সম্মিলিত ভাবে ১৫টি ওডিআই খেলার অভিজ্ঞতা রয়েছে। মুকেশ কুমারের তো এখনো অভিষেকই হয়নি। দলে হার্দিক পান্ড্য থাকায় সিরাজের বদলি হিসেবে আর কাউকে পাঠায়নি দল।

   

অক্টোবরে ঘরের মাঠেই আয়োজিত হতে ছলেছে ওয়ানডে বিশ্বকাপের। তার আগেই আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে।

ক্যারিবিয়ান সফরের জন্য টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন না সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাতটি উইকেট নেন তিনি। তার মধ্যে শেষ টেস্টে তৃতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements