১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান (Pakistan) এবং দুবাইয়ের মাঠিতে আসর বসছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champiosn Trophy 2025)। যদিও সমস্ত ক্রিকেট বোর্ডের সামনে ১১ ফেব্রুয়ারির দলের চূড়ান্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ভারতীয় ক্রিকেটের তারকা পেসার (Indian Bowler) জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। চোটের কারণে তাঁর মাঠে নামা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। ইতিমধ্যেই বিসিসিআইয়ের (BCCI) অন্দরে শোনা যাচ্ছে যে, মিরাকল না হলে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। তাহলে ভারতীয় দলের পেস অ্যাটাকের ভবিষ্যত নিয়ে সংশয় গভীর হচ্ছে।
তিন উপায়ে মাঠে ম্যাজিক দেখাবেন বাগানের ‘মাঠের রাজা’
বুমরাহর চোট এবং চিকিৎসা প্রক্রিয়া
বুমরাহের পিঠে সমস্যা (back spasm) দেখা দেওয়ার পর থেকে তিনি বেশ কয়েকটি সিরিজে অংশ নিতে পারেননি। বছরের শুরুতেই বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজের শেষ টেস্টের সময় আচমকাই মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপর আর দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ হয়নি তাঁর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেট তিনি দলে নেই চোটের কারণে। এরই মধ্যে বুমরাহের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বিসিসিআই বেশ সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে।
দল নিয়ে ‘বিস্ফোরক’ বাগানের ‘মাঠের রাজা’ পেত্রাতোস!
বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তরফে জানানো হয়েছে বুমরাহকে শারীরিক বিশ্রামের পরবর্তী পর্যায় “অফলোডিং প্রসেস”-এ রাখা হয়েছে। যেখানে পেসারকে কিছুদিনের জন্য মাঠে নামা থেকে বিরত থাকতে বলা হয়। মূলত এই বিশ্রাম প্রক্রিয়া কয়েক সপ্তাহ স্থায়ী হয় এবং তারপর পেসারের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়। তবে বর্তমানে বুমরাহকে নিয়ে চিন্তা বাড়ছে, কারণ তাঁর চোটের অবস্থা কতটা গুরুতর তা স্পষ্ট নয়। চিকিৎসক রোয়ান শাউটেনের সঙ্গেও আলোচনা চলছে, যিনি এর আগে বুমরাহর অস্ত্রোপচার করেছিলেন। শাউটেনের পরামর্শ অনুযায়ী যদি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, তাহলে বুমরাহকে নিউজিল্যান্ডে পাঠানো হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিত শর্মার ফোন নম্বর, জানুন কত নম্বর
চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিকল্পের খোঁজ
২০ ফেব্রুয়ারি থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে ভারত। এই পরিস্থিতিতে বুমরাহর উপস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। বিসিসিআইয়ের তরফে জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত দল ঘোষণা করার শেষ সময়সীমা। সেদিনের মধ্যে যদি বুমরাহ সম্পূর্ণ সুস্থ না হন, তাহলে তাঁর বিকল্প হিসেবে দুই পেসারের নাম উঠে এসেছে। তাঁরা হলেন হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ। আপাতত এই দুজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত রাখা হচ্ছে।
যদিও বুমরাহের না খেলার সম্ভাবনা বেশি, তবুও বিসিসিআই কোনো ঝুঁকি নিতে চায় না। কারণ, বুমরাহ হলেন ভারতের পেস আক্রমণের অন্যতম মুখ এবং তাঁর অভাব ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথে বড় বাঁধা হতে পারে। তবে একদিকে, এই অনিশ্চয়তার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল গঠন এবং ভবিষ্যত পরিকল্পনা কিছুটা জটিল হয়ে পড়েছে।
বিকল্প নাম :
ভারতীয় দলের পেস আক্রমণকে শক্তিশালী করতে অন্য বিকল্পের নামও উঠে আসছে। মহম্মদ শামি, যিনি দীর্ঘ এক বছর চোটের কারণে বাদ পড়েছিলেন, তিনি এখনও খেলার জন্য প্রস্তুত। পাশাপাশি সিরাজের ফর্মও ভালো এবং তার খেলার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। যদি বুমরাহ খেলতে না পারেন, তাহলে সিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
বোর্ডের মেডিক্যাল টিম বুমরাহকে নিয়ে যে পর্যালোচনা করছে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিসিসিআই একদমই ঝুঁকি নিতে চায় না। ২০২২ সালে বুমরাহকে তাড়াহুড়ো করে মাঠে ফিরিয়ে আনা হয়েছিল, যার পরই তিনি পুনরায় চোটে পড়েন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন। তাই এবারে বোর্ড আর কোনো ভুল করতে চায় না।
একাদশে নেই বিরাট-রোহিত, নতুন দল ঘোষণা করল BCCI!
শেষ সময়ের আগেই সিদ্ধান্ত :
১১ ফেব্রুয়ারি চূড়ান্ত দলের তালিকা জমা দেওয়ার শেষ দিন। সেদিনই জানা যাবে, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা। এই সিদ্ধান্ত নিতে দেরি হলেও, বিসিসিআই চূড়ান্তভাবে প্রস্তুত থাকতে চায়। যদিও এখন পর্যন্ত একটাই আশার আলো রয়েছে, তা হল বুমরাহের দ্রুত সুস্থ হয়ে ওঠা। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে ভারতীয় দলের পেস আক্রমণকে পুনরায় সাজাতে হবে।
বুমরাহের ফিরতে হলে সেটি একেবারে “মিরাক্কেল” হতে হবে, কারণ চোটের পুনরাবৃত্তি হলে একমাত্র তারকাটির ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়বে। তবুও, ভারতীয় দল আশা করছে যে, এক সময়ের বিশ্বসেরা এই পেসার আবার মাঠে ফিরবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর অভাব পূরণ হবে না। এমন পরিস্থিতিতে, বুমরাহর চিকিৎসা এবং সুস্থতার রিপোর্টের ওপরই নির্ভর করবে ভারতের চূড়ান্ত দল গঠন।