Mohammed Shami: বিশ্বকাপে দেশ হারলেও শামিকে বুকে টেনে নিলেন মোদী

PM Modi md shami

কয়েক কোটি মানুষের হৃদয় ভঙ্গ। টা না দশ ম্যাচ জয়ের পর ফাইনালে গিয়ে হেরেছে ভারত। ট্রফি এখন অস্ট্রেলিয়ার। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ভারতের পরাজয় দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে খেলোয়াড়দের সঙ্গে গিয়ে দেখা করলেন সাজঘরে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং তাঁর সম্পর্কে বিভিন্ন পোস্ট রবিবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে প্রধানমন্ত্রীকে। তার মধ্যেও মনে ধরার মতো কিছু ছবি জনপ্রিয় হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। ভারতীয় দলের ড্রেসিং রুমে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জড়িয়ে ধরেন মহম্মদ শামিকে।

   

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে মহম্মদ শামি লিখেছেন, “গতকাল আমাদের ভাগ্য সঙ্গে ছিল না। গোটা টুর্নামেন্ট জুড়ে আমাদের সমর্থন জানানোর জন্য ধন্যবাদ। ড্রেসিং রুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আমরা আবার বাউন্স ব্যাক করবো।”

Advertisements