‘২০১৮ সালে অবসর…’ শামির অজানা গল্প ফাঁস করলেন প্রাক্তন ভারত কোচ

ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন বোলিং কোচ ভারত অরুণ (Bharat Arun) সম্প্রতি এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, ২০১৮ সালে ভারতীয় পেসার মহম্মদ…

Mohammed Shami nearly quit cricket in 2018 saved by Ravi Shastri says Indian Cricket Team former bowling coach Bharat Arun

ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন বোলিং কোচ ভারত অরুণ (Bharat Arun) সম্প্রতি এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, ২০১৮ সালে ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সময়ে তৎকালীন কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) অনুপ্রেরণাতেই শামি নিজেকে বদলে ফের ময়দানে ফিরে আসেন।

আড়াই কোটিতে বিক্রি কিংবদন্তি ক্রিকেটারের টুপি, স্থান পেল জাদুঘরে

   

ভারত অরুণ টাইমস অফ ইন্ডিয়ার এক পডকাস্টে জানান, “২০১৮ সালে ইংল্যান্ড সফরের ঠিক আগে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। সেই ম্যাচের আগে শামি ফিটনেস টেস্টে ফেল করে দল থেকে বাদ পড়ে যায়। তার ওপর তখন ব্যক্তিগত জীবনেও নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল।”

অরুণ আরও জানান, “তখন একদিন শামি আমার ঘরে এসে বলল, ‘পাজি, আমি ক্রিকেট ছেড়ে দেব।’ আমি অবাক হয়ে গেলাম। ও খুব হতাশ ছিল। আমি তখন ওকে বললাম, ‘ক্রিকেট না থাকলে তুমি কী করবে? আজ তুমি যে পর্যায়ে পৌঁছেছ, সবই ক্রিকেটের দৌলতে।’ কিন্তু ওর ভিতরে প্রচণ্ড রাগ ছিল। তখন আমি ওকে নিয়ে গেলাম রবি শাস্ত্রীর কাছে।”

‘2018 में संन्यास का मन बना लिया था…’ मोहम्मद शमी की अनसुनी कहानी का खुलासा, बोले भारत अरुण

শাস্ত্রীর কথা তখন বদলে দেয় শামির মনোভাব। ভারত অরুণের ভাষায়, “রবি বললেন, ‘তোমার শরীর ঠিক না, তাই ক্রিকেট ছেড়ে দেবে? যদি রাগ থাকে, তাহলে সেটা বল হাতে মাটিতে দেখাও।’ এরপর আমরা ওকে পাঠালাম জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)। সেখান থেকে নির্দেশ ছিল, শুধু শরীর নিয়ে কাজ করতে হবে, কোনও বোলিং নয়।”

‘হকি জাদুকরে’র জন্মজয়ন্তীতে পালিত জাতীয় ক্রীড়া দিবস, বার্তা প্রধানমন্ত্রীর

Advertisements

মাত্র তিন সপ্তাহের মধ্যেই শামির ভোলবদল। অরুণ বলেন, “তিন সপ্তাহ পরে শামি আমাকে ফোন করে বলল, ‘পাজি, আমি তো এখন ঘোড়ার মতো দৌড়চ্ছি।’ এই শুনেই বুঝেছিলাম, ও আবার ফিরবে।”

ফেরার পরেই ২০১৮ সালের ইংল্যান্ড সফরে দলে সুযোগ পান শামি। সেই সিরিজে ৫টি টেস্টে ১৬টি উইকেট নেন তিনি। যদিও ভারত ৪-১ ব্যবধানে সিরিজ হারে, তবুও শামির পারফরম্যান্স নজর কাড়ে সকলের।

এরপর থেকে তিন ফরম্যাটেই নিয়মিত মুখ হয়ে ওঠেন শামি। তবে ২০২৩ পর থেকে চোট এবং ফর্মের জন্য আবার ছিটকে যান দল থেকে। সর্বশেষ তিনি ভারতের হয়ে খেলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর থেকেই জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এশিয়া কাপের আগে মাথায় হাত ভারতের, অবসর বিশ্বজয়ী বোলারের

এখন শামি খেলছেন দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে। সম্প্রতি তাঁকে এশিয়া কাপের স্কোয়াডেও রাখা হয়নি। ফলে জাতীয় দলে ফেরার একমাত্র উপায় এখন ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা। জীবনের কঠিন সময়ে শামির ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত এবং রবি শাস্ত্রীর অনুপ্রেরণায় ফেরার গল্প অনেক তরুণ ক্রিকেটারের জন্যই প্রেরণার।

Mohammed Shami nearly quit cricket in 2018 saved by Ravi Shastri says Indian Cricket Team former bowling coach Bharat Arun

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News