শেষ মরসুমটা যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে যুক্ত করে ও খুব একটা সুবিধা করতে পারেনি মশাল ব্রিগেড। সেই ধাক্কা কাটিয়ে ইতিমধ্যেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আরও সক্রিয় হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রে ও অগ্রণী ভূমিকা রেখেছে লাল-হলুদ শিবির। এবার দলে টানার ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছিল প্যালেস্টাইনের এক তারকা মিডফিল্ডার মহম্মদ রশিদের (Mohammed Rashid ) নাম।
এখনও লিগ ওয়ানের ক্লাব পার্সেবায়া সুরাবায়ার সঙ্গে যুক্ত রয়েছেন বছর ঊনত্রিশের এই হাইপ্রোফাইল। সেই দলের হয়ে খেলেছেন প্রায় ৩৩ টি ম্যাচ। তারমধ্যে ছয়টি গোল রয়েছে রশিদের। যা নিঃসন্দেহে বড়সড় চমক।
তাঁর রেকর্ড নজরে রেখেই দলে টানতে মরিয়া হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। নয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এই ফুটবলারকে প্রায় নিশ্চিত করে ফেলেছে মশাল ব্রিগেড। সেইমতো চুক্তিপত্র ও নাকি পাঠানো হয়েছে তাঁর কাছে। এবার ঘোষণার অপেক্ষায় সকলে। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলকে।
View this post on Instagram
তবে ইতিমধ্যেই ইন্দোনেশিয়ান লিগে নিজের যাত্রা শেষ করে ফেলেছেন এই তারকা মিডফিল্ডার। রবিবার রাতে সেই দলের জার্সিতে বেশকিছু ছবি আপলোড করে একটি বিশেষ পোস্ট করেন রশিদ। যেখানে তিনি লেখেন, “শিক্ষায় ভরা এই মরসুম। এই সিজনে উত্থান-পতনের পাশাপাশি সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। দল, খেলোয়াড়, কর্মকর্তা সকলকে আমার ধন্যবাদ। সবসময় আমাদের পাশে থাকার জন্য আমি যথেষ্ট খুশি।” তাঁর এমন মন্তব্য যথেষ্ট মন জয় করেছে সকলের। এবার নয়া সিজনে তাঁর দিকে নজর থাকবে ভারতের ফুটবলপ্রেমীদের।
বলাবাহুল্য, ইন্দোনেশিয়ান লিগে বল পায়ে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন প্যালেস্টাইনের এই ফুটবলার। বলতে ডিফেন্সিভ মিডে তাঁর অংশগ্রহণ যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। নয়া সিজনে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার।