IPL 2024 : এবার বড় সুযোগ পেয়ে যেতে পারেন মহম্মদ শামির ভাই!

Mohammad Shami

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এখন শামির পরিবর্ত হিসেবে একজন ফাস্ট বোলারকে খুঁজছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। দলে রয়েছেন কার্তিক ত্যাগী, মোহিত শর্মা, উমেশ যাদবের মতো বোলাররা। কিন্তু তারপরও শামির অভাব পূরণ করা সহজ হবে না। এমন পরিস্থিতিতে শামির ভাই মহম্মদ কাইফকে (Mohammad Kaif) দলে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisements

আইপিএলের নিলামে অবিক্রিত মহম্মদ কাইফ। তিনি একজন ডানহাতি ফাস্ট বোলারও। গুজরাট টাইটান্স বা আইপিএলের তরফে এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। মিডিয়া রিপোর্ট অনুসারে শামির বিকল্প খুঁজতে শুরু করেছে ক্লাব। কিছু রিপোর্ট বলছে যে শামির ভাইকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী গুজরাট টাইটান্স। 

আইপিএল ২০২৪-এর জন্য দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে, মহম্মদ কাইফ অবিক্রীত ছিলেন, বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। শামিকে ৬.২৫ কোটি টাকায় ধরে রেখেছিল গুজরাটের ফ্র্যাঞ্চাইজিটি। এখন কাইফকে দলে নিলে ক্লাবের খরচ হবে ২০ লাখ টাকা। দুজনের বেতনে ৬ কোটির বেশি পার্থক্য রয়েছে। 

Advertisements

মহম্মদ কাইফ একজন ডানহাতি ফাস্ট বোলার। ২০২৪ রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন তিনি। বোলিং ইকোনমি রেট ছিল ২.৯ এবং গড় ছিল প্রায় ২২। রঞ্জিতে তিনি বাংলা দলের প্রতিনিধিত্ব করছিলেন। ২৭ বছর বয়সী মহম্মদ কাইফ ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামির ছোট ভাই।