Mohammad Shami : গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন শামি

Mohammed Shami

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৭তম আসরের আগে বড় ধাক্কা খেয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। বিসিসিআইয়ের (BCCI) এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, মহম্মদ শামি (Mohammad Shami) পুরো আইপিএল মরশুম থেকে ছিটকে গিয়েছেন। তার গোড়ালিতে একটি চোট রয়েছে যার জন্য লন্ডনে তার অস্ত্রোপচার করা হবে।

এরপরই ১ জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20I World Cup 2024) তাঁর খেলা নিয়ে সাসপেন্স তৈরি হয়েছে। প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পরে গুজরাট দলের জন্য এটি দ্বিতীয় ধাক্কা। আসন্ন মরশুমে দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। পিটিআই তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেছে। সেখানে লেখা ছিল, বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় আইপিএল থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি।

   

লন্ডনে তার অস্ত্রোপচার করা হবে। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পিটিআই। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মহম্মদ শামি। ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। শামি সম্পর্কেও একই তথ্য দিয়েছে এএনআই। গুজরাট টাইটান্সকে এবার নেতৃত্ব দেবেন তাদের নতুন অধিনায়ক শুভমান গিল। হার্দিক পান্ডিয়া আর দলে নেই এবং দলের আরেক অভিজ্ঞ খেলোয়াড় মহম্মদ শামিও বাদ পড়েছেন। এই পরিস্থিতিতে গুজরাটের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে চলেছে। গত দুই মরশুমে গুজরাটের দল ফাইনাল খেলেছে। আইপিএল ২০২২-এও চ্যাম্পিয়ন হয়েছে গুজরাটের দল। গত মৌসুমে রানার্সআপ হয়েছিল দলটি। 

গুজরাট টাইটান্স স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অভিনব মনোহর, বি সাই সুদর্শন, কেন উইলিয়ামসন, দর্শন নালকান্দে, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি (আর খেলতে পারবেন না), আর সাই কিশোর, রশিদ খান, নুর আহমেদ, জশুয়া লিটল, আজমতউল্লাহ উমরজাই, উমেশ যাদব, মোহিত শর্মা, শাহরুখ খান, কার্তিক ত্যাগী, মানব সুথার, সুশান্ত মিশ্র, স্পেন্সার জনসন, রবিন মিনজ ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন