ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammad Shami) একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। তাঁর এই বক্তব্য শুনে বিসিসিআই সচিব জয় শাহ, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীর পর্যন্ত হাসি চেপে রাখতে পারেননি।
মাত্র ৯ বছর বয়সে স্নায়ুর রোগ, টোকিওর পর প্যারিসেও পদক যোগেশের
গত মাসে CEAT Cricket Awards চলাকালীন মহম্মদ শামি টিম ইন্ডিয়ায় তাঁর নির্বাচন সম্পর্কে এই বিবৃতি দিয়েছিলেন। রবিবার স্টার স্পোর্টস তাদের সেই ভিডিও শেয়ার করেছে। মহম্মদ শামির এই মজার মন্তব্য দর্শকরাও খুব পছন্দ করছেন।
এই বিশেষ অনুষ্ঠান চলাকালীন মহম্মদ শামি তাঁর বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে মজার অভিজ্ঞতর কথা শেয়ার করে নিয়েছিলেন। উপস্থাপক মায়ান্তি ল্যাঙ্গারের সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানান, ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে শুরুতে বেঞ্চে বসেছিলেন তিনি। তিনটি বিশ্বকাপেই এভাবে শুরুটা হয়েছিল। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তখন অধিনায়ক ও কোচ তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবতেও পারেননি।
Always ready, always hungry, always on top! 🙌🏻💪🏻#MohammedShami opens up on the drive that keeps him pushing forward, even after being benched in the early stages of the World Cup! 💥
Watch the Full episode – CEAT Cricket Awards on YouTube channel pic.twitter.com/ZJOkfryXpt
— Star Sports (@StarSportsIndia) September 2, 2024
ভারতকে কেন বেছে নিলেন লা মাসিয়া, আর্সেনালের প্রাক্তন ফুটবলার?
এ কথা শুনে বিসিসিআই সচিব জয় শাহ, প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং সেখানে বসে থাকা অধিনায়ক রোহিত শর্মা হাসতে শুরু করেন। মহম্মদ শামি আরও বলেছিলেন যে তিনি সর্বদা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। তাঁর কথায়, ‘যখনই সুযোগ পেয়েছি, করেছি। আমাকে সুযোগ দিলে আমি কিছু একটা করতে পারি। না হলে বেঞ্চে বসে ওরা শুধু পানি খেতে পারবে। সুযোগ পেলে সেটা নিজের হাতে নেওয়াই ভালো।