ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Odisha Train Accident) নিহতদের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মহাম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোর জেলায় বিধ্বংসী ট্রেন দুর্ঘটনায় প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এবং ১০০০ জন।
বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন- এই তিনটি ট্রেন একত্রে আসায় ঘটে যায় এত বড়ো দুর্ঘটনা। স্বাধীনতার পর এত মারাত্মক রেল দুর্ঘটনা কখনো ঘটেনি। দুর্ঘটনায় নিহল প্রতিটি মানুষ ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান রিজওয়ান। টুইটারে রিজওয়ান লেখেন, “মানুষের প্রাণ হারানো সত্যিই বেদনাদায়ক। ভারতে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি প্রার্থনা ও সমবেদনা জানাই।”
রবিবার ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সহবাগ জানান, তিনি দুর্ঘটনায় মা বাবা হারানো সকল শিশুর থাকা খাওয়া এবং পড়াশুনার দায়িত্ব নেবেন তিনি, তাও বিনামূল্যে। বিরাট কোহলি সহ ভারতের হয়ে অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী অভিনব বিন্দাও সমবেদনা জানান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি।
ভুবনেশ্বরের আধিকারিকরা জানিয়েছেন যে দুর্ঘটনাস্থলে ১২০০ জন কর্মী ছাড়াও ২০০টি অ্যাম্বুলেন্স, ৫০টি বাস এবং ৪৫টি মোবাইল হেলথ ইউনিট কাজ করছে। ট্রাক্টরসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে দেহগুলি নিয়ে যাওয়ার জন্য।