অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে ধীরে ধীরে ছন্দে ফিরছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। টানা দুইটি ম্যাচে জয় পাওয়ার পর মাঝে ওডিশা এফসির কাছে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগেনি লাল-হলুদের। পাঞ্জাব এফসি থেকে শুরু করে শক্তিশালী জামশেদপুর। ব্যাক টু ব্যাক টানা দুইটি ম্যাচে জয়। যার সুবাদে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে কলকাতার এই প্রধান। আগামী শনিবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এই ম্যাচে ও জয় পেতে চাইবেন দলের স্প্যানিশ কোচ।
তবে চোটের সমস্যা কিছুই যেন পিছু ছাড়ছে না লাল-হলুদের। এবার চোটের কবলে পড়তে হল ইস্টবেঙ্গলের অন্যতম ভরসাযোগ্য রাইট ব্যাক মহম্মদ রাকিপকে। বলাবাহুল্য, গত কয়েকটি ম্যাচ ধরেই অনবদ্য পারফরম্যান্স করে আসছেন এই ভারতীয় ফুটবলার। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি আক্রমণভাগে শক্তি বাড়ানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন রাকিপ। যা নিঃসন্দেহে নজর কেড়েছিল সকলের। এমনকি গত জামশেদপুর ম্যাচে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন বছর চব্বিশের এই ডিফেন্ডার।
কিন্তু সেই ম্যাচেই খেলতে গিয়ে গুরুতর জখম হন তিনি। কাফ মাসেলে চোট পেয়েছেন মহম্মদ রাকিপ। যারফলে আগামী বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হবে এই দাপুটে রাইট ব্যাককে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার তাঁর চোটের ‘এমআরআই’ করানোর কথা শোনা গিয়েছিল আগেই। এখন তাঁর রিপোর্টের দিকেই নজর রয়েছে সকলের। তবে মনে করা হচ্ছে মাসেলের চোট থাকার ফলে আগামী অ্যাওয়ে ম্যাচে গাছিবাউলি স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির বিপক্ষে হয়তো খেলতে পারবেন না এই ভারতীয় ফুটবলার।
এক্ষেত্রে কিছুটা হলেও চিন্তায় থাকবেন লাল-হলুদ হেডস্যার। অন্যদিকে, জামশেদপুর ম্যাচে জয় পাওয়ার পর সোমবার থেকে দলের অনুশীলন শুরু করার কথা থাকলেও এদিন সকল ফুটবলারদের ছুটি দিয়েছিলেন অস্কার ব্রুজন। আসলে টানা ম্যাচ থাকার ফলে খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত। তবে আগামী মঙ্গলবার থেকেই জোরকদমে অনুশীলন শুরু করতে চলেছে মশাল ব্রিগেড।