ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন মোদী, শাহর!

লোকসভা ভোটের শেষ দফার আগে চাঞ্চল্যকর খবর পাওয়া গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দর থেকে। প্রসঙ্গত আগামী মাসে শুরু হতে চলেছে কুড়ি ওভারের বিশ্বকাপ, সেই বিশ্বকাপের…

Indian Cricket Stars

লোকসভা ভোটের শেষ দফার আগে চাঞ্চল্যকর খবর পাওয়া গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দর থেকে। প্রসঙ্গত আগামী মাসে শুরু হতে চলেছে কুড়ি ওভারের বিশ্বকাপ, সেই বিশ্বকাপের পরেই শেষ হতে চলেছে ভারতীয় ক্রিকেটের পুরুষ দলের হেড কোচের মেয়াদ। অর্থাৎ ভারতীয় ক্রিকেটে শেষ হতে চলেছে দ্রাবিড়ীয় সভ্যতা। কিন্তু এর পরে কার হাতে ভারতীয় দলের ব্যাটন যাবে সেই নিয়ে শুরু হয়ে তীব্র জল্পনা। ভেসে উঠছে কিছু নাম! ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া বিজ্ঞপ্তির সময়সীমা শেষ হয়েছে ২৭ মে। কিন্তু এইবার সেই বিজ্ঞপ্তিতে জমা পড়া আবেদন নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। কারণ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন নরেন্দ্র মোদী, অমিত শাহ! তবে শুধু এঁরাই নন, কোচ হওয়ার জন্য আবেদনে রয়েছে সচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিংয়ের নাম।যদিও বাস্তবে এঁরা কেউই আবেদন করেননি। এগুলি এসেছে ভুয়ো নামে। ১৩ মে থেকে শুরু হওয়া প্রক্রিয়ায় সব মিলিয়ে মোট ৩০০০-র বেশি আবেদনপত্র জমা পড়েছে। যার মধ্যে অনেকগুলোই এরকম ভুয়ো। একই ঘটনা ঘটেছিল ২০২২ সালেও। সেবার ৫০০০ প্রার্থী আবেদন করেছিলেন। তবে এবার গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছিল। যাতে ‘ফেক’ খুঁজে নিতে সুবিধা হয়। তবে যোগ্য প্রার্থী কারা আবেদন করেছেন, তা খোলসা করেনি বিসিসিআই।

   

একটি সূত্রের মতে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য দৌড়ে আছেন গৌতম গম্ভীর। অন্য একটি সূত্রের মতে ভারতীয় দলের কোচ হতে পারেন কোনও বিদেশী তারকা। আবার ক্রিকেট মহলের মতে বয়সের বাঁধা না থাকলে ফের মসনদে বসতে পারেন রবি শাস্ত্রী। তবে গম্ভীরের হেড কোচ হওয়ার সম্ভবনা বেশী বলেই ধরে নেওয়া হচ্ছে।