East Bengal থেকে ‘শের’ গেল পড়শি রাজ্যে

ইস্টবেঙ্গলকে (East Bengal) বিদায় জানানোর পর মোবাশির রহমান (Mobashir Rahman) ফিরলেন জামশেদপুর ফুটবল ক্লাবে (Jamshedpur FC)। আগামী দুই মরসুমের জন্য খেলবেন ইন্ডিয়ান সুপার লিগের এই…

Mobashir Rahman join Jamshedpur FC after East Bengal spell

ইস্টবেঙ্গলকে (East Bengal) বিদায় জানানোর পর মোবাশির রহমান (Mobashir Rahman) ফিরলেন জামশেদপুর ফুটবল ক্লাবে (Jamshedpur FC)। আগামী দুই মরসুমের জন্য খেলবেন ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবের হয়ে। ২০২১-২২ মরসুমে জামশেদপুর এফসি-র আইএসএল শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মোবাশির। এর আগে মেন অব স্টিলের হয়ে ২ টি গোল ও ৪ টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

   

আরও এক বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করল Mohun Bagan

জামশেদপুর এফসি খালিদ জামিলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার পর দল গঠনের কাজে গতি এনেছে ক্লাব। আসন্ন মরসুমের আগে স্থানীয় ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে জোর দিচ্ছে জামশেদপুর এফসি। মোবাশির রহমানকে নিশ্চিত করা ক্লাবের বর্তমান প্রোজেক্টের অংশ।

নিজ রাজ্যের ক্লাবে ফিরে মোবাশির রহমান বলেছেন, ‘জামশেদপুর এফসি-তে পুনরায় যোগদান করা সম্মানের বিষয়। নিজের মাতৃভূমির প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি আবার। জামশেদপুর এফসিতে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এখান থেকে আমার আইএসএল যাত্রা শুরু হয়েছিল। সামনের মরসুমে নিজের সেরাটা দিতে চাই। নিজের পরিবার, ভক্ত ও জামশেদপুরকে গর্বিত করার জন্য মুখিয়ে রয়েছি। আমার ওপর আস্থা রাখার জন্য কোচ খালিদ জামিলের কাছে কৃতজ্ঞ।’

 

ISL: কঠিন চ্যালেঞ্জের সামনে মোহন-ইস্ট! মরসুম শুরু হওয়ার আগে বড় ‘টার্গেট’

মোবাশিরের ফুটবল যাত্রা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে শুরু করেছিলেন ফুটবল কেরিয়ার। তিনি ২০১২ সালে চণ্ডীগড় ফুটবল একাডেমিতে যোগদান করেছিলেন। পরে ২০১৪ সালে টাটা ফুটবল একাডেমিতে নির্বাচিত হয়েছিলেন, জিতেছিলেন আইএফএ শিল্ড। জেএফসি যুব দলের অংশ হওয়ার পরে মোবাশির জামশেদপুর এফসি রিজার্ভ দলে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালে মেন অফ স্টিলের হয়ে আইএসএলে অভিষেক করেছিলেন। ২০২২ সালে তিনি ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিয়েছিলেন। তারপর ২০২৪ সালে চেন্নাইয়িন এফসিতে লোনে কিছু ম্যাচ খেলেছিলেন।