William Lalnunfela: মোহনবাগানের প্রাক্তন ফরোয়ার্ড যোগ দিলেন রাজস্থান ইউনাইটেডে

Mizoram ,striker ,William Lalnunfela ,Rajasthan United,

মিজোরামের স্ট্রাইকার William Lalnunfela দুই বছরের চুক্তিতে যোগ দিলেন রাজস্থান ইউনাইটেডে।সম্প্রতি তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আইলিগের এই ক্লাবের তরফে।

বারো বছর বয়সে ফুটবল খেলা শুরু করেছিলেন এই ফুটবলার,প্রথমে গোলকিপার হিসেবে শুরু করলেও পরবর্তী সময়ে খেলতে শুরু করেন ফরোয়ার্ড হিসেবে।

   

স্থানীয় বেশ কিছু ক্লাবে খেলার পর বর্তমানে লুপ্ত পুনে এফসি’র স্কাউট’দের নজরে পড়েন।পরবর্তী সময়ে পুনে একাডেমির হয়ে অনূর্ধ -২০ আইলিগের সর্বোচ্চ স্কোরার হন।পরে ফিরে যান নিজরাজ‍্যের স্থানীয় ক্লাবে।

এরপর আইজলের হয়ে খেলা শুরু।সেখানে ক্রমশ নিজেকে মেলে ধরা।২০১৬-১৭ মরশুমে খালিদ জামিলের কোচিংয়ে আইজলের আইলিগ জয়ের ক্ষেত্রে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এই পাহাড়ি প্রতিভা’কে ২০১৮ সালে দলে নেন মোহনবাগান।সবুজ মেরূন শিবিরের হয়ে ১২ ম‍্যাচ খেলেছিলেন তিনি,জেতেন কলকাতা লিগ।এরপর ফিরে যান আইজলে,সেখান থেকে জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে এবার লালনুলফেলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন