মিচেল স্টার্ককে (Mitchell Starc) রেকর্ড ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। যার ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গিয়েছেন মিচেল স্টার্ক। কিন্তু জানেন কি আইপিএলে মিচেল স্টার্কের প্রতি বলের দাম কত হবে? পাকিস্তান সুপার লিগের তুলনায় এই পরিমাণ কত?
আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম
প্রসঙ্গত, আইপিএলে মিচেল স্টার্কের প্রতিটি বলের দাম পড়বে প্রায় ৭.৩ লক্ষ টাকা। অন্য দিকে আইপিএলে খেলোয়াড়দের প্রাপ্ত অর্থের তুলনায় পাকিস্তান সুপার লিগের বেতন অনেক কম। আইপিএলে মিচেল স্টার্কের ১ ম্যাচের পারিশ্রমিক পাকিস্তান সুপার লিগের সবচেয়ে দামি খেলোয়াড়ের চেয়েও বেশি। পাকিস্তান সুপার লিগের সবচেয়ে দামি খেলোয়াড়ের বেতন ভারতীয় মুদ্রায় ১.৪ কোটি টাকা।
মিচেল স্টার্কের প্রাপ্ত অর্থের সঙ্গে এই বেতনের তুলনা করলে আইপিএলের মাত্র ১ টি ম্যাচ থেকেই এত টাকা উপার্জন করবেন এই অস্ট্রেলীয় ক্রিকেটার। মিচেল স্টার্কের ১ ম্যাচ ফি হবে ১.৭ কোটি টাকা। আইপিএলে মিচেল স্টার্কের প্রতিটি বলের দাম পড়বে ৭.৩ লাখ টাকা। সব ম্যাচ না খেললে আরও দামী হবে প্রতি ডেলিভারি।
মঙ্গলবার আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকা খরচ করে নিজেদের দলে জায়গা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই সময়ে প্যাট কামিন্সকে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছিল ২০.৫০ কোটি টাকায়। প্রসঙ্গত, এবারই প্রথম আইপিএলের নিলামে কোনও খেলোয়াড়ের দাম ২০ কোটি ছাড়িয়েছে। এ ছাড়া সম্প্রতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও ভালো দাম পেয়েছেন। প্রায় ১৪ কোটি টাকায় ড্যারিল মিচেলকে দলে নেয় চেন্নাই সুপার কিংস।