বিরাট ‘সাধারণ’! সিরিজ শুরুর আগেই ভারতকে একহাত নিলেন এই অজি তারকা

কেউ কেউ তাকে বলেন অদম্য গতির রাজা। কারোর মতে তিনিই আবার সর্বকালের সেরা। তবে বল হাতে ‘ব্যাগি গ্রিন’ বাহিনীর তিনিই মূল ভরসা সেব্যাপারে কোনো দ্বিমত…

Mitchell Starc Eager for Exciting Showdown with Virat Kohli in Border-Gavaskar Trophy

কেউ কেউ তাকে বলেন অদম্য গতির রাজা। কারোর মতে তিনিই আবার সর্বকালের সেরা। তবে বল হাতে ‘ব্যাগি গ্রিন’ বাহিনীর তিনিই মূল ভরসা সেব্যাপারে কোনো দ্বিমত নেই। তাই আসন্ন বর্ডার- গাভাসকার ট্রফিতে রোহিত শর্মা এন্ড কোম্পানিকে বিশেষ পাত্তা দিতে চাইছেন না মিচেল স্টার্ক (MItchell Starc)। এছাড়াও বিরাট কোহলিকে ‘সাধারণ’ হিসেবেই কটাক্ষ করেছেন তিনি। আসলে এ বছর অস্ট্রেলিয়ার মাটিতে ট্রফি জেতার ‘হ্যাটট্রিকের’ লক্ষ্যে নামবেন রোহিত-বিরাট-বুমরাহরা। আর স্টার্কদের লক্ষ্য থাকবে হৃত গৌরব পুনরুদ্ধার করার। এবার বিরাটদের ‘সমীহ’ না করে সিরিজের আগেই উত্তাপ ছড়ালেন অজি তারকা বোলার।

আর কিছুমাস পরই শুরু বর্ডার- গাভাসকার ট্রফি। ভারতীয় দলের হয়ে কোচ হিসাবে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক ট্রফির সঙ্গী হবেন গৌতম গম্ভীর। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে অসংখ্য ম্যাচ খেলেছেন বিশ্বজয়ী ক্রিকেটার। স্বভাবতই তিনি নিজেও জানেন এই সিরিজের তাৎপর্য। তবে এসবের মাঝেই এক সাক্ষাৎকারে ভারতকে তোপ দাগলেন মিচেল স্টার্ক। তিনি বলেন, ” আমরা এই মুহূর্তে বিশ্বের এক নম্বর। ভারতীয় দলে বিভিন্ন পরিবর্তন এসেছে। এসব নিয়ে ভাবছি না। পার্থের প্রথম টেস্টে আমরাই এগিয়ে থাকব।”

   

হতাশ ট্রট! ‘স্টেডিয়াম’ ইস্যুতে ভারতকে ফের তোপ আফগানিস্তানের

এছাড়াও ভারতের অন্যতম সেরা ব্যাটারকে নিয়েও স্টার্ক বলেন, “বিরাটকে নিয়ে খুব একটা বেশি কিছু ভাবছি না। ও আর পাঁচটা ব্যাটারের মতই সাধারণ আমার কাছে। তবে ওর সঙ্গে লড়াই আমি খুব উপভোগ করি। আমরা একে-অপরের বিরুদ্ধে প্রচুর ক্রিকেট খেলেছি। দুজনের মধ্যে ভালো লড়াই চলে। এর আগে ওকে দু-তিনবার আউট করেছি আমি। তেমনই ও আমার বিরুদ্ধে ভালো রানও করেছে। ফলে আমাদের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলে। আর সেটা আমরা দুজনেই উপভোগ করি।”

প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত রয়েছে দু নম্বর স্থানে। গত অস্ট্রেলিয়া সফরের দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তার পর দুরন্ত কামব্যাক করে সিরিজ জিতে নেয় ভারত। এবছর মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী আন্ড্রু ম্যাকডোনাল্ডের দল। ‘কিউই’ দের বিরুদ্ধে বল হাতেও সফল হয়েছেন স্টার্ক (MItchell Starc)। ভারত ভালো ফর্মে থাকলেও বিশ্বকাপের পর থেকে মহম্মদ শামির চোট চিন্তায় ফেলেছে ভারতীয় দলকে। আসন্ন বাংলাদেশ সিরিজেও বাংলার তারকা পেসারকে পাবে না ভারত। ২২ নভেম্বর থেকে পার্থে শুরু প্রথম টেস্ট। সেখানেও তিনি থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে শামির চোট ইস্যুতে মনখারাপের হওয়া বইলেও ‘গম্ভীর অধ্যায়ে’ ভরসা করেই ট্রফি ঘরে নিয়ে আসার স্বপ্ন দেখছেন ভারতীয় সমর্থকরা।