World Cup Qualifiers: এই তিনটে বড় ভুল করছে ভারত

India Against Qatar

মঙ্গলবার ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে (World Cup Qualifiers) কাতারের কাছে ০-৩ গোলে হেরেছে ভারতীয় দল। ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে কাতার। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফায়ার ম্যাচে কাতারের এক তরফা পারফরম্যান্সের সামনে ভারত ০-৩ গোলে হেরেছে। সেই সঙ্গে ঘরের মাঠে টানা ১৫ ম্যাচে ভারতের অপরাজিত যাত্রাও শেষ হয়েছে।

Advertisements

১) ভারতীয় দল তাদের প্রথম একাদশে তারকা মিডফিল্ডার সাহাল আবদুল সামাদ এবং এক নম্বর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে সুযোগ দেয়নি। ভারতীয় দল এই দুই খেলোয়াড়কে ভীষণভাবে মিস করেছে কাতারের বিরুদ্ধে ম্যাচে। ভারতীয় ডিফেন্স ও মিডফিল্ডারদের প্রথমার্ধ থেকেই লড়াই করতে দেখা গিয়েছিল, যার সুবিধা সহজে নেয় কাতার। প্রথমার্ধের পর কাতার আধিপত্য বিস্তারের ভালো সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করে।

২) ভারতীয় দলের রক্ষণভাগকে বেশ দুর্বল দেখাচ্ছিল। ভারতীয় খেলোয়াড়রা ম্যাচ চলাকালীন কাতারের ফরোয়ার্ডকে চিহ্নিত করতে ব্যর্থ হন। কাতারের তৃতীয় গোলটি তারই প্রমাণ। ওয়াড ক্রস করেছিলেন এবং আবদুসিরাগ হেডারে গোল করে জন্য অনায়াসে। তখন তাদের বাধা দেওয়ার মতো কোনো ডিফেন্ডার ছিল না। রিবাউন্ডে শক্তিশালী গোল করা ময়েজ আলীর গোলের সময়েও একই ছবি ধরা পড়েছিল।

Advertisements

৩) তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী এবং ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়রা একটিও গোল করতে পারেননি। এটা স্পষ্ট করে বললে ভুল হবে না যে ভারত ম্যাচে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে। ৩৬, ৪০, ৪২, ৬০, ৬৫ ও ৯২ মিনিটে গোল করার সুযোগ হারায় ভারতীয় দল। কাতারকে হারানোর ভারতের সুবর্ণ সুযোগ অসম্পূর্ণ রয়ে গেল আপাতত।