Minerva Punjab FC: একেবারে ৩৩ গোল! জুনিয়র লিগে এবার অভিনব রেকর্ড মিনার্ভা পাঞ্জাবের

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে মিনার্ভা পাঞ্জাবের (Minerva Punjab FC) গুরুত্ব অনস্বীকার্য। দেশের একাধিক সফল টুর্নামেন্ট জয় করার পাশাপাশি বহু দাপুটে ফুটবলার উঠে এসেছে এই ক্লাবের…

Minerva Punjab FC Sets New Record with 33 Goals in Junior League

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে মিনার্ভা পাঞ্জাবের (Minerva Punjab FC) গুরুত্ব অনস্বীকার্য। দেশের একাধিক সফল টুর্নামেন্ট জয় করার পাশাপাশি বহু দাপুটে ফুটবলার উঠে এসেছে এই ক্লাবের থেকে। একটা সময় কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে আইলিগে চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই দল। যা নিঃসন্দেহে ইতিহাস। তবে এবার নয়া রেকর্ড তৈরি করল মিনার্ভা পাঞ্জাবের ছোটরা। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে সাব জুনিয়র লিগের ম্যাচে নামধারী এফসির মুখোমুখি হয়েছিল পাঞ্জাবের এই ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ৩৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল

মিনার্ভা পাঞ্জাব এফসি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দলের জার্সিতে আজ হ্যাট্রিক করেন টনি। এছাড়াও ডাবল হ্যাট্রিক করেন চেতন। আটটি গোল করেন দেনামনি। চারটি গোল পান পুন্সিবা। তবে এখানেই শেষ নয়। একেবারে ট্রিপল হ্যাট্রিক করেন আজম। এছাড়াও মামেশ করেন দুইটি গোল এবং আকাশ করেন একটি মাত্র গোল।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Minerva Academy F.C. | C.C. (@minervapunjabfc)

অন্যদিকে, নামধারী দলের হয়ে একটি মাত্র গোল করেন মেহতাব। তবে প্রতিপক্ষ দলের তর থেকে উঠে আসা এই গোলে খুব একটা প্রভাব আসেনি পাঞ্জাবের উপর। বরং আজকেই এই বিরাট ব্যবধানে জয়ের দরুন ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অনন্য একটি রেকর্ড তৈরি করল পাঞ্জাবের এই ফুটবল দল।