Monday, December 8, 2025
HomeSports Newsথাইল্যান্ডের এই ক্লাবে যোগদান করলেন মিলোস

থাইল্যান্ডের এই ক্লাবে যোগদান করলেন মিলোস

- Advertisement -

গত কয়েক বছর ধরেই কেরালা ব্লাস্টার্সের হয়ে দলের রক্ষণভাগ সামাল দিচ্ছিলেন মিলোস ড্রিনসিচ (Milos Drincic)। মূলত ডিফেন্ডার হলেও সুযোগ মতো দলের আক্রমণ থাকতে শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মন্টিনিগ্ৰোর এই ফুটবলার। শেষ মরসুমে দক্ষিণের এই ফুটবল দলের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে খেলেছিলেন প্রায় একুশটি ম্যাচ। যার মধ্যে একটি গোল ও ছিল বছর ছাব্বিশের এই ফুটবলারের। কিন্তু তবুও তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত বিদায় জানায় ভারতের এই ফুটবল দল।

গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল দল। যারফলে অনেকেই মনে করেছিল যে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের কোনও দলেই হয়তো পুনরায় যোগ দেবেন এই তারকা। কিন্তু সেটা হল না এবার। কেরালা ব্লাস্টার্স তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থাইল্যান্ডের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব বিজি পাথুম ইউনাইটেডের সঙ্গে যুক্ত হলেন বছর ছাব্বিশের এই তারকা। কিছু ঘন্টা আগেই তাঁদের সোশ্যাল সাইট থেকে স্বাগত জানানো হয় এই ফুটবলারকে।

   

Kerala Blasters, Winter Transfer Window, Milos Drincic

কেরালা দলের হয়ে দাপুটে ফুটবল‌ খেলার পর এবার এই নয়া ক্লাবে ও নিজেকে মেলে ধরতে চাইবেন মিলোস ড্রিনসিচ। যতদূর খবর, আপাতত একটি মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি করছে পাথুম ইউনাইটেড। উল্লেখ্য, গত ফুটবল সিজন শেষ হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছিল বহু দল। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড এবং পাঞ্জাব এফসির নাম। কিন্তু শেষ পর্যন্ত ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয় তারকা। অপরদিকে পুরনো সমস্ত হতাশা ভুলে নিজেদের মেলে ধরতে মরিয়া কেরালা ব্লাস্টার্স।

ঠিকমতো একাধিক বদল আসতে চলেছে তাঁদের দলের অন্দরে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সেই সমস্ত ফুটবলারদের নাম। এখন সেদিকেই নজর সকল সমর্থকদের।‌

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular