Jason Cummings : এগারো ম্যাচেই মাইলফলক স্পর্শ করলেন কামিন্স

Mohun Bagan's Jason Cummings

একজন সত্যিকারের ভালো ফুটবলারের এটাই পরিচয়। যে দেশেই যান না কেন ঠিকই মানিয়ে নেবেন একটা সময়। নতুন পরিবেশে শুরুর দিকে একটু সমস্যা হলেও ক্রমে মানিয়ে নিতে পারার ক্ষমতা পেশাদার ফুটবলের একটি অংশ। জেসন কামিন্স (Jason Cummings ) সবুজ মেরুন জার্সিতে যত সময় যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বেরোতে শুরু করেছেন ।

Advertisements

জেসন কামিন্সের আগমনের খবর পাওয়া মাত্র মোহনবাগান সমর্থকদের মধ্যে কার্যত বিদ্যুৎ খেলে গিয়েছিল। কাতার বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকা এক ফুটবলার খেলতে আসছেন ভারতের ক্লাবের হয়ে, রোজ রোজ এমনটা ঘটে না। বড় বাজেটের দল গড়ে এটা সম্ভব করে দেখিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। নতুন ফুটবলার আসার আগে অনেকেই তাঁর সম্পর্কে ইন্টারনেটে একটু খোঁজ খবর নিতে শুরু করেন। ইউটিউবে গিয়ে দেখে নেন পুরনো কিছু ম্যাচের ক্লিপস। জেসন কামিন্সের বেশ কিছু ম্যাচের ভিডিও নেটে রয়েছে। একজন ওত পাতা শিকারির মতো গোল করা তাঁর অন্যতম দক্ষতা।

Advertisements

প্রথম প্রথম নিষ্প্রভ দেখিয়েছিল জেসন কামিন্সকে। এখন বোঝাচ্ছেন কেন তাঁর মার্কেট ভ্যালু এতটা বেশি। মোহন বাগান সুপার জায়ান্টের হয়ে এগারো ম্যাচ খেলেছেন ইতিমধ্যে। এগারো ম্যাচে গোল কন্ট্রিবিউশন দশটি। দুটি অ্যাসিস্ট করেছেন, গোল করেছেন আটটি। ইন্ডিয়ান সুপার লীগে তাঁর রয়েছে দুটো গোল ও একটা অ্যাসিস্ট, AFC কাপে চারটি গোল এবং ডুরাণ্ড কাপে দুটো গোল ও একটা অ্যাসিস্ট রয়েছে জেসন কামিন্সের নামের পাশে।