চলতি সিজনের শুরুতেই মিগুয়েল ফিগুয়েরাকে (Miguel Figueira) দলে টেনেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতবারের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য কলকাতা ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। মূলত তাঁর নির্দেশ মতোই খেলোয়াড়দের চূড়ান্ত করতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। যার মধ্যে ব্যাপকভাবে শোনা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার নাম। শেষ পর্যন্ত দলের অন্যান্য বিদেশিদের সাথে তাঁর নাম যোগদানের কথা ঘোষণা করে ইস্টবেঙ্গল। এবারের ডুরান্ড কাপের প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন এই ফুটবলার।
নিজে গোলের মুখ খুলতে না পারলেও তাঁর আক্রমণাত্মক পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছিল দলের আপফ্রন্টে। এছাড়াও গত নামধারী এফসি ম্যাচে তাঁর ভাসানো কর্নার থেকেই হেড দিয়ে গোল পেয়েছিলেন দলের নয়া ফরোয়ার্ড হামিদ আহদাদ। ডুরান্ডের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির কাছে ইস্টবেঙ্গল পরাজিত হলেও মিগুয়েল ফিগুয়েরার মতো ফুটবলারদের উপর ভরসা রেখেই এবার আসন্ন সুপার কাপে সাফল্য পেতে চাইবেন অস্কার ব্রুজো। কিন্তু তাঁর আগে কিছুটা সময় পাওয়ায় নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দলের ফুটবলাররা।
যাদের মধ্যে এবার নজর কাড়ছেন মিগুয়েল ফিগুয়েরা। বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন লাল-হলুদের এই ভরসাযোগ্য মিডফিল্ডার। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে ছুটি মেজাজের বেশকিছু ছবি আপলোড করেছেন এই তারকা। যেখানে সিংহের পাশাপাশি অন্যান্য বেশকিছু প্রানীর সঙ্গে ছবি তুলতে দেখা যায় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। এছাড়াও সেখানে রয়েছে বার্মিজ পাইথনের ছবি। একটি ছবিতে দেখা যায় মিগুয়েলের শরীরে জড়িয়ে রয়েছে এই বিশাল সাপটি। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকল নেটাগরিকদের। এছাড়াও বেশকিছু পাখির সঙ্গে ও ছবি আপলোড করেন এই ফুটবলার।
ছুটির পর ভারতে ফিরে ফুরফুরে মেজাজে সুপার কাপ খেলাই এখন অন্যতম লক্ষ্য মিগুয়েল ফিগুয়েরার। পাশাপাশি ডুরান্ডের হতাশা ভুলে সুপার কাপে নিজের গোলের খরা ও মেটাতে চাইবেন বসুন্ধরা কিংসের এই প্রাক্তন তারকা।